৬ সেকেন্ডের গোলে নতুন বিশ্ব রেকর্ড
শনিবার রাতে ফুটবল বিশ্ব দেখল বিরল এক ঘটনা। ম্যাচ শুরুর বাঁশি বাঁজার ৬ সেকেন্ড পরেই গোল! এমনই ঘটনা ঘটেছে অস্ট্রিয়া ও স্লোভাকিয়া মুখোমুখি হয়েছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। সেখানেই দেখা মিলল এই দৃশ্যের।
এদিন ম্যাচের কিক-অফের পরই সতীর্থের থেকে বল পান অস্ট্রিয়ার মিডফিল্ডার ক্রিস্টফ বমগার্টনার। এরপর প্রতিপক্ষ স্লোভাকিয়ার তিন ফুটবলারের ড্রিবলিং করে ডি-বক্সের সামনে যেয়ে নিচু এক শটে লক্ষ্যভেদ করেন বমগার্টনার। এইসব মিলিয়ে সকল ঘটনা ঘটতে সময় লাগলো মাত্র ৬ সেকেন্ড। আর এতেই গড়ল আন্তর্জাতিক ফুটবলে নতুন বিশ্ব রেকর্ড।
আন্তর্জাতিক অঙ্গনে এর আগের দ্রুততম গোলের রেকর্ড ছিল লুকাস পোডলস্কির। ২০১৩ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একুয়েডরের বিপক্ষে ম্যাচের ৭ সেকেন্ডে গোল করেছিলেন এই জার্মান মিডফিল্ডার। এবার তাকে ছাড়িয়ে গেলেন আরেক ইউরোপিয়ান মিডফিল্ডার, অস্ট্রিয়ার বমগার্টনার।
রেকর্ড গড়া এই ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে অস্ট্রিয়া।