কান্নায় ভেঙে পড়লেন ভিনি, মরে যাচ্ছে ফুটবল খেলার ইচ্ছা

কান্নায় ভেঙে পড়লেন ভিনি, মরে যাচ্ছে ফুটবল খেলার ইচ্ছা

রাতে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ স্পেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আড়াইটায়। তার আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচটি মূলত, তার ওপর হওয়া বর্ণবাদের প্রতিবাদ স্বরূপই। নিজের জন্য ম্যাচ আয়োজন তাও নিজের ক্লাবের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।

আর সবার থেকে খুশি হওয়ার কথা ছিল ভিনির। তবে সংবাদ সম্মেলনে এসে ভিনি জানালেন কতটা ভয়ঙ্কর কষ্টে কাটছে তার দিন। বর্ণবাদের প্রসঙ্গ উঠতেই কান্নায় ভেঙে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা। জানিয়েছেন, তার ওপর হওয়া বর্ণবাদের কারণে ফুটবল খেলার ইচ্ছেটাই মরে যাচ্ছে তার।

ফুটবলে সহিংসতা ও বর্ণবাদের বিরুদ্ধে স্পেন ও ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিশ্রুতি জোরদার করার লক্ষ্যে ‘ওয়ান স্কিন’ স্লোগান নিয়ে ম্যাচটি আয়োজন করতে যাচ্ছে স্পেন। সেই ম্যাচের আগে বর্ণবাদের শিকার হওয়া নিয়ে ভিনি বলেন, ‘আমার খেলার ইচ্ছা হারিয়ে ফেলেছি, কারণ যারা আমাকে মানসিক নির্যাতন করেছে তাদের শাস্তি বা নিবৃত্ত করার জন্য কিছুই করা হয়নি। আমি অনেক দিন ধরেই এটার (বর্ণবাদ) মুখোমুখি হচ্ছি। প্রতিবারই আরও বেশি দুঃখ লাগে। প্রতিবারই খেলার ইচ্ছাটা আরেকটু মরে যায়।’

রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে গিয়ে বর্ণবাদের শিকার হলেও ক্লাবকে ছাড়তে চান না ভিনি। বলেন, ‘বর্ণবাদীরা যা খুশি করতে পারে। আমি বিশ্বের সেরা ক্লাবেই থাকব, যত বেশি সম্ভব গোল করব, সেটা তারা (বর্ণবাদী) যেন দেখে। ফুটবল খেলাটা গুরুত্বপূর্ণ। তবে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি চাই, কৃষ্ণাঙ্গরা স্বাভাবিক জীবনযাপন করুক, সেটা নিশ্চিত হলে ক্লাবের হয়ে শুধু খেলাতেই মনোযোগ দিতে পারব। আর আমি নিশ্চিত স্পেন বর্ণবাদী দেশ নয়, তবে এখানে প্রচুর বর্ণবাদী আছে।’

সম্পর্কিত খবর