রোনালদোর জোড়া গোলে উড়ে গেল বসনিয়া
আগের ম্যাচেও জোড়া গোলের দেখা পেয়েছেন রোনালদো। এবার সেই ফর্মটা টেনে আনলেন ইউরো-বাছাইয়ের আরেক ম্যাচ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষেও। তার দিনে প্রতিপক্ষকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল।
প্রতিপক্ষের মাঠ হলেও এদিন শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলেছে পর্তুগাল। ইউরোর মূলপর্বের টিকিট আগে থেকেই কনফার্ম থাকায় খুব বেশি ভাবতে হয়নি পর্তুগালকে। আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের ৫ মিনিটেই আদায় করে নেয় পেনাল্টি। দারুণ গোলে দলকে এগিয়ে নেন রোনালদো।
এরপর ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। জোয়াও ফেলিক্সের বল ধরে দলকে দ্বিতীয়বারের মতো সাফল্য এনে দেন। এর মিনিট পাঁচেক অন্তর অন্তর প্রথমার্ধে আরও তিন গোল করে পর্তুগাল। বাকি তিনটি গোল করেন ব্রুনো ফার্নান্দেজ, ক্যানসেলো ও ফেলিক্স। প্রথমার্ধে ৫ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বসনিয়া।
দ্বিতীয়ার্ধে দলের তারকা ফুটবলারদের একে একে মাঠ থেকে তুলে নেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেজ। সুযোগ করে দেন নতুন দের। তবে তারা সেই সুযোগ কাজে লাগাতে না পারলে জয়ের ব্যবধান আর বাড়েনি।
এ জয়ে ইউরো বাছাইয়ের গ্রুপ জে তে ৮ ম্যাচের ৮টিতেই জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। পরের অবস্থানে থাকা স্লোভাকিয়ার পয়েন্ট ১৬।