ব্রাজিলের হয়ে জয়ের চেষ্টায় কোনো ঘাটতি রাখবেন না এন্দ্রিক

ব্রাজিলের হয়ে জয়ের চেষ্টায় কোনো ঘাটতি রাখবেন না এন্দ্রিক

বয়স এখনো পূর্ণ হয়নি ১৮। তবে তাকে নিয়ে যেন আলোচনার নেই শেষ। নেইমারের পরে বিশ্ব তারকাখচিত ফুটবলারের যেন দেখা মিলছিল না ফুটবল স্বর্গ ব্রাজিলে। তবে তরুণ এই এন্দ্রিকের মধ্যে অনেকেই দেখছেন এমনটা। গতবছরের শেষের দিকে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় এন্দ্রিকের। গতবছর দুটি ম্যাচে খেললেও সেভাবে আলোচনায় আসেনি এই তরুণের নাম। তবে চলতি মাসের ব্রাজিলের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এন্দ্রিকের পারফর্ম নজর কেড়েছে সবার। শক্তিশালি দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও স্পেন দুই দলের বিপক্ষেই গোল করেছে এই তরুণ ফরোয়ার্ড। 

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে তো এই এন্দ্রিকের করা একমাত্র গোলেই জয় পায় সেলেসাওরা। সেদিনও বদলি হিসেবে নেমেই গোল করেছিলেন তিনি। পরে স্পেনের বিপক্ষে ৩-৩ গোলের ড্রয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে এন্দ্রিককে নামান কোচ। যা পাঁচ মিনিটের মাথাতেই গোল করেন ১৭ বছর বয়সী এই উঠতি তারকা। দুই ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে গোল করে ম্যাচে বেশ বড় অবদান রেখেছেন তিনি। এবং প্রসঙ্গ যখন খারাপ সময় পার করে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর, নতুন কোচ দরিভার জুনিয়রের হাত ধরে, সেখানে এন্দ্রিকের ম্যাচে জয়ে এমন নিবেদন চোখে ধরাটাই স্বাভাবিক। এমনকি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এন্দ্রিকও জানালেন, দলের জয়ের জন্য নিজের চেষ্টার কোনো কমতি রাখবেন না। 

বয়সটা যখন ১৬ তখনই এন্দ্রিকের সঙ্গে চুক্তিটা সেরে রাখে রিয়াল মাদ্রিদ। বয়সটা ১৮ হলেই যোগ দিবেন স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে। সব ঠিক থাক থাকলেও রিয়ালের হয়ে ২০২৪/২৫ আসরেই খেলবেন এন্দ্রিক। তবে রিয়ালের জার্সি জড়ানোর আগেই সান্তিয়াগো বার্নাব্যুতে অভিষেক হয়ে গেল তার। স্মরণীয় এই ম্যাচের পর নিজের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানান এন্দ্রিক। জানান ম্যাচ শেষে সবার আগে দেখা করেছেন পরিবারের সঙ্গে। ‘ম্যাচ শেষ করে পরিবারের সঙ্গে দেখা করেছি। কারণ যখ বাজে সময়ে যাচ্ছিলাম, সবাই সমালোচনা করছিল, তখন কেবল তারাই আমার পাশে ছিল। তাদের সব সময়ই ধন্যবাদ জানাই। এবং সৃষ্টিকর্তার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। তিনি ছাড়া আমিও কিছুই না।’

দুই ম্যাচেই জয়ে ভূমিকা রেখেছেন এন্দ্রিক। সামনেও দলের জয়ে ভূমিকা রাখতে চান তিনি। ‘আমরা (ব্রাজিল) সবসময়ই জিততে চাই। নিজেদের পুরনো ঐতিহ্যকে সম্মান করে হলেও সবসময় জেতা প্রয়োজন। এমন প্রতিশ্রুতি দিতে পারছি না যে সব ম্যাচেই জিতব। তবে আমাদের নিবেদন, চেষ্টা, প্রতিজ্ঞা ও দৃঢ়তায় কখনো কোনো ঘাটতি থাকবে না।’

সম্পর্কিত খবর