এবার টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছেন টিটু

এবার টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছেন টিটু

জাতীয় নারী দলের কোচ হিসেবে কাজ করছিলেন শেষ কিছু দিনে। সেই সাইফুল বারী টিটুকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে তাদের পরবর্তী টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে কাজ শুরু করবেন তিনি। 

আজ বৃহস্পতিবার দুপুরে বাফুফের টেকনিক্যাল কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। টিটুকে আগামী এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

বাফুফের সবশেষ টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন পল থমাস স্মলি। ২০১৬ থেকে দুই মেয়াদে ২০২৩ সাল পর্যন্ত এই পদে কাজ করেছেন তিনি। তার আগে সেই পদে ছিলেন বাংলাদেশি কোচ বায়েজিদ আলম জোবায়ের নিপু। প্রায় আট বছর পর সেই পদে দেশীয় কাউকে নিয়োগ দিল বাফুফে।

এই পদে লোক চেয়ে বাফুফে তিন দিনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। সেখানে বলা ছিল প্রাধান্য দেওয়া হবে দেশীয়দের। তবু সেখানে টিটু বাদে আর কেউ আবেদন করেননি। বিদেশীদের মধ্যে  ক্রোয়াট কোচ দ্রাগো মামিচ, রেজা পার্কাসসহ আরও সাতজন আবেদন করেছিলেন এ পদে। তবে বাফুফে শেষমেশ বেছে নেয় টিটুকেই। এই পদে প্রতি মাসে টিটু আয় করবেন ৪ লাখ টাকা।

 

সম্পর্কিত খবর