প্রিমিয়ার লিগের ৩৪ দিনের বিরতি শেষ আজ
সেই ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সবশেষ ম্যাচ মাঠে গড়িয়েছে। তারপর থেকে দেশের ফুটবল ব্যস্ত ছিল বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে। তবে ক্লাব পাড়া ব্যস্ততার অন্ত ছিল না এই সময়। মাঝ মৌসুমের বিরতি মানে যে মধ্যবর্তী দলবদলেরও সময়! তবে ৩৪ দিন দীর্ঘ সে বিরতি শেষ হচ্ছে অবশেষে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ভাগের শুরু হচ্ছে আজ শুক্রবার দুপুরে তিনটি ম্যাচ দিয়ে। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ও পুলিশ এফসি মুখোমুখি হবে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে। টেবিলের তিনে থাকা মোহামেডান ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে খেলবে ফরটিস এফসির সঙ্গে। তিনটি ম্যাচই শুরু হবে বিকেল ৩টা ১৫ মিনিটে।
মধ্যবর্তী দলবদলে বেশ ব্যস্ত সময় কাটিয়েছে প্রায় সব ক্লাব। ১০ দলের সবকটি এই সময় নতুন বিদেশী দলে ভিড়িয়েছে। তবে এই সময়ে টেবিলের শীর্ষে থাকা তিন দল, বসুন্ধরা কিংস, মোহামেডান ও আবাহনী খানিকটা কম ব্যস্ত সময় কাটিয়েছে। তবে অবনমন অঞ্চলে থাকা ব্রাদার্স ইউনিয়ন রীতিমতো আলোচনাতেই চলে এসেছে তাদের ছয় বিদেশীর সবাইকে বিদায় করে দিয়ে, তাদের জায়গায় ছয় বিদেশীকে দলে ভিড়িয়েছে ক্লাবটি, সঙ্গে এলিটা কিংসলেকেও দলে টেনেছে তারা।
বসুন্ধরা নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফন উদোহকে দলে ভিড়িয়েছে। যদিও এমফনের এটিই প্রথম বসুন্ধরার জার্সি গায়ে চড়ানোর উপলক্ষ নয়, এর আগে এএফসি কাপেও বসুন্ধরার হয়ে খেলেছেন তিনি। এবার তাকে লিগের জন্যও নিবন্ধিত করে ফেলল বসুন্ধরা। মোহামেডান দলে ভিড়িয়েছে মিডফিল্ডার বেখরুজ সাদিলোয়েভকে, উজবেক মিড মুজাফফর মুজাফফরভের বিকল্প হিসেবে তাকে নিয়েছে সাদা কালোরা। আবাহনী দলে টেনেছে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার অ্যারন ইভান্সকে, সঙ্গে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াকেও নিবন্ধন করিয়ে ফেলেছে তারা।
প্রথম লেগে বিদেশীদের নিয়ে ভোগান্তিতে পড়া মাঝ টেবিলের দুই দল শেখ রাসেল ও বাংলাদেশ পুলিশ এফসি এবার চারজন করে বিদেশী খেলোয়াড় নিবন্ধন করিয়েছে। চট্টগ্রাম আবাহনী ৩ ও শেখ জামাল ২ জন বিদেশী দলে টেনেছে, ফরটিস আর রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি দলে টেনেছে একজন করে বিদেশী।
মাঝ মৌসুমের দলবদল পর্ব শেষ। এবার মাঠের খেলার পালা। যা শুরু হচ্ছে আজ থেকে।