নতুন কোচ প্রয়োজন কি না, জানেন না জকোভিচ
শেষ পাঁচ বছরে ক্যারিয়ারের দারুণ একটা সময়ই কাটিয়েছেন নোভাক জকোভিচ। এই পাঁচ বছরে তিনি জিতেছেন মোট গ্র্যান্ড স্ল্যামের অর্ধেক। এই সাফল্য তিনি ছুঁয়েছেন কোচ গোরান ইভানিসেভিচকে সঙ্গে নিয়ে। তবে তার সঙ্গে পাঁচ বছর দীর্ঘ যাত্রাটার এবার ইতি টেনে দিয়েছেন ‘জোকার’।
ক্রোয়াট কোচ গোরান খেলোয়াড়ি জীবনেও সফল ছিলেন। ২০০১ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন ছিলেন তিনি। ২০১৯ সালে উইম্বলডনের ঠিক আগে তার সান্নিধ্য গ্রহণ করেন জকোভিচ। এরপর থেকে তার অধীনে ১২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিনি। তবে দুজনের এই যাত্রাটা শেষ হয়ে গেল সবশেষ বুধবার।
বেলগ্রেডে সম্প্রতি এক সংবাদ সম্মেলনেও তার কোচ খোঁজার বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো তাকে। জকোভিচের জবাব, ‘কোচ নিয়ে আমার পরবর্তী ধাপটা, আমার কোনো ধারণাই নেই পরবর্তী কোচ কে হবেন, কিংবা আদৌ কেউ হবেন কি না!’
কোচ নিয়ে খেলবেন, নাকি একা একাই যথেষ্ট, বিষয়টা বোঝার চেষ্টা করছেন তিনি। বললেন, ‘আমার পাশে কোচেরা ছিলেন সবসময়ই, সেটা একেবারে ছোটবেলা থেকেই। এই মুহূর্তে আমার জন্য ভালো কোন বিষয়টা, সেটা বোঝার চেষ্টা করছি এখন।’
বছরটা অবশ্য ভালো যাচ্ছে না জকোভিচের। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরেছিলেন। এরপর ইন্ডিয়ানা ওয়েলসের ৩য় রাউন্ডে হেরেছেন লুকা নার্ডির কাছে, পরে মিয়ামি ওপেন থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি।