গোল উৎসবে দ্বিতীয় পর্ব শুরু মোহামেডানের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষে আছে বসুন্ধরা। তাদের সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডান। এবারের লিগ জয়ের বাস্তবিক সম্ভাবনাটা আছে যে দুই-তিনটা দলের, তাদেরই একটি মোহামেডান। সে সাদা কালোরা লিগের দ্বিতীয় পর্বের শুরুটা করেছে দারুণভাবে। দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে দলটা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরটিস এফসিকে।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের এই ম্যাচে প্রথম গোলের জন্য অবশ্য বেশ অপেক্ষা করতে হয়েছে মোহামেডানকে। ৪১ মিনিটে মোজাফফরভের দারুণ এক গোলে এগিয়ে যায় সাদা কালোরা। বক্সের একটু বাইরে থেকে মোজাফফরভের আগুনে শটে গোলের খাতা খোলে কোচ আলফাজ আহমেদের দল।
দ্বিতীয় গোলটা বিরতির বাঁশি বাজার আগেই পেয়ে যায় মোহামেডান। প্রতিপক্ষ বিপদসীমায় ফাউলের শিকার হলে পেনাল্টি যায় দলটার পক্ষে। স্পটকিক থেকে গোলটা করে বসেন সুলেমান দিয়াবাতে। বিরতিতে ২-০ গোলে এগিয়ে থেকে যায় মোহামেডান।
প্রথমার্ধটা ছিল দুই বিদেশীর। দ্বিতীয়ার্ধে আলো কেড়ে নেন দুই দেশীয় ফরোয়ার্ড। ম্যাচের ৫৩ মিনিটে শাহরিয়ার ইমন গোল করেন। তার ঠিক ৬ মিনিট পর স্কোরশিটে নাম তুলে ফেলেন জাফর ইকবাল। তাতেই মোহামেডানের ৪-০ গোলের বিশাল জয় নিশ্চিত হয়ে যায়।
এই জয়ের ফলে বসুন্ধরার সঙ্গে পয়েন্টের পার্থক্যটা দুইয়ে নামিয়ে আনল মোহামেডান। শীর্ষে থাকা বসুন্ধরার ঝুলিতে এখন আছে ২২ পয়েন্ট। এদিকে এই ম্যাচ শেষে মোহামেডানের অর্জন ২০ পয়েন্ট। যদিও কাল নিজেদের ১১তম রাউন্ডের ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে প্রত্যাশিত জয়টা তুলে নিতে পারলেই ৫ পয়েন্টের লিড ফিরে পাবে প্রিমিয়ার লিগের চার বারের লিগ জেতা বসুন্ধরা।