শেখ রাসেল-জামালের ড্রয়ের দিনে পুলিশের জয়
প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের প্রথম দিনে মাঠে নেমেছিল মাঝ টেবিলের দুই দল শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচটা শেষ হয়েছে ১-১ ড্রয়ে। তবে তাদের ড্রয়ের সুযোগটা নিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। তারা ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। তাতে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে পুলিশ।
আজ বিকেলে গোপালগঞ্জে শেখ জামালের ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য ছিল শেখ রাসেলের। ম্যাচে প্রথমে এগিয়েও গিয়েছিল শেখ রাসেলই। ২২ মিনিটে দলটাকে এগিয়ে দেন সেকু সিল্লা। সেই এক গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে শেখ রাসেল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে স্বাগতিক শেখ জামাল। ৫৬ মিনিটে প্রতিপক্ষ বিপদসীমায় ফাউলের শিকার হলে পেনাল্টি পায় দলটা। স্পটকিক থেকে শখরুখবেক খোলমাতভের গোল সমতায় ফেরায় তাদের। সেই সমতা আর ম্যাচ শেষের আগ পর্যন্ত শেষ হয়নি। ১-১ ড্র নিয়ে ম্যাচ শেষ করে দুই দল।
পুলিশ এফসি পয়েন্ট তালিকায় শেখ রাসেলের প্রতিবেশি। এই ড্রয়ের সুযোগটা নিয়েছে তারাই। মোহাম্মদ আল আমিনের একমাত্র গোলে তারা হারিয়েছে অবনমন অঞ্চলের দল চট্টগ্রাম আবাহনীকে।
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে পাওয়া এই একমাত্র গোলের জয় তাদের তুলে এনেছে পয়েন্ট তালিকার ৫ম স্থানে। বর্তমানে তাদের পয়েন্ট ১৩। তাদের ঠিক ওপরে থাকা শেখ জামালের ঝুলিতে আছে ১৪ পয়েন্ট। আর শেখ রাসেল ১১ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে।