মায়ামির পরের ম্যাচেও থাকছেন না মেসি
দলের সবচেয়ে বড় তারকা যখন চোটে তখন তাকে ফিরে পেতে দল মুখিয়ে থাকবে এটা একদমই স্বাভাবিক। আপাতত তেমনটাই হয়েছেন ইন্টার মায়ামির। ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা মেসিকে ফিরে পাওয়ার প্রহর গুনছে ফ্লোরিডার দলটি। তবে সেই অপেক্ষা আরও কিছু দিনের জন্য বাড়ল। মায়ামির লিগের পরের ম্যাচেই তাকে দলে পাওয়ার ধারণা করা হচ্ছিল। তবে সেই ম্যাচেও ফিরছেন না মেসি।
মেজর লিগ সকারে মায়ামির পরের ম্যাচ নিউ ইয়র্ক সিটির বিপক্ষে। এই ম্যাচে মেসিকে না পাওয়ার বিষয়টি গতকাল (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করে ইন্টার মায়ামির সহকারী কোজ হাভিয়ের মোরালেস। তবে মায়ামির কনকাকাফ চ্যাম্পিয়নস লিগের পরের ম্যাচে মেসিকে পাওয়ার আশা রাখছে ফ্লোরিডার দলটি। চ্যাম্পিয়নস লিগে মায়ামির পরের ম্যাচ আগামী বুধবার, মন্টেরেই এফসির বিপক্ষে।
চলতি মাসের ১৩ তারিখে কনকাকাফ চ্যাম্পিয়ন লিগে ন্যাশভিলের বিপক্ষে চোটে পড়েন মেসি। ম্যাচটির ৫০তম মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি এবং ছাড়েন মাঠ। তবে এর আগেই গড়ে দিয়েছিলেন জয়ের ভিত। মাঠ ছাড়ার আগে একটি গোল ও একটি অ্যাসিস্টও করেছিলেন এই আর্জেন্টাইন তারকা। সেই ম্যাচ শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতেছিল মায়ামি।
এদিকে মেসিকে ছাড়া লিগে সবশেষ ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয় মায়ামি। এতে দ্রুতই মেসিকে ফিরে পাওয়ার অপেক্ষায় আছে দলটি। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার দুইয়ে আছে মেসির মায়ামি।