বার্সাকে জেতালেন ফেলিক্স-রাফিনিয়া

বার্সাকে জেতালেন ফেলিক্স-রাফিনিয়া

খলনায়ক হয়ে যাওয়ার মতো কাজ দুজনে কম করেননি ম্যাচে। তবু বার্সেলোনার নায়ক জোয়াও ফেলিক্স আর রাফিনিয়াই। তাদের কল্যাণেই যে লাস পালমাসের বিপক্ষে ৫৯ মিনিটে একমাত্র গোলটা পেয়েছে বার্সেলোনা! সেই এক গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে কোচ জাভি এর্নান্দেজের দল। 

গোলের আগে ম্যাচের সবচেয়ে বড় ঘটনাটা ছিল লাস পালমাস গোলরক্ষকের দেখা লাল কার্ড। ম্যাচের ২৬ মিনিটে বক্স ছেড়ে বেরিয়ে এসে রাফিনিয়াকে চ্যালেঞ্জ করে বসেন আলভারো ভ্যালেস। রেফারি সঙ্গে সঙ্গে তাকে দেখিয়ে বসেন লাল কার্ড। 

রাফিনিয়া তার আগে আরও আলো কেড়ে নিয়েছিলেন প্রতিপক্ষের জালে বল জড়িয়ে। তবে গোলটা শেষমেশ পায়নি বার্সা, রাফিনিয়া অফসাইডে ছিলেন বলে। বিরতির আগে তিনি গোল পেয়েও যেতে পারতেন। ৪৫ মিনিটে জোয়াও কানসেলোর পাস থেকে গোল করার মতো জায়গাতেই ছিলেন তিনি। তবে তার শটটা বেরিয়ে যায় লক্ষ্যের বাইরে দিয়ে। তার একটু আগে রবার্ট লেভান্ডভস্কির হেডার গিয়ে কাঁপায় ক্রসবার। তাই বিরতির আগে গোল আর পায়নি বার্সা।  

বিরতির পর উপায়ান্তর না দেখে ফারমিন লোপেজকে তুলে কোচ জাভি নামান জোয়াও ফেলিক্সকে। ম্যাচের রঙটা বদলে গেল এরপরই। ফেলিক্স ম্যাচের ৫৬ মিনিটে নামেন, ৫৯ মিনিটেই তিনি দলকে এনে দেন দারুণ এক গোল। মাঝমাঠ থেকে রাফিনিয়ার ফরোয়ার্ড রান লক্ষ্য করে তাকেই বাড়ান দারুণ এক বল, সেটা থেকে গোলরক্ষককে একা পেয়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, তার দারুণ এক হেডারে বলটা গিয়ে আছড়ে পড়ে জালে। 

বার্সা গোল আরও পেতে পারত। ৭৮ মিনিটে জুলস কুন্দের নিচু ক্রসে ফাঁকা জালের সামনেই বল পেয়ে গিয়েছিলেন ফেলিক্স। তবে তার শটটা গিয়ে লাগে ক্রসবারে। ফলে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বার্সাকে।

তবে বার্সেলোনা এই জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানটা নামিয়ে এনেছে ৫-এ। যদিও রিয়াল ম্যাচ খেলেছে একটি কম। আজ রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে প্রত্যাশিত জয়টা তুলে নিতে পারলেই পয়েন্ট তালিকার শীর্ষে ৮ পয়েন্টের ব্যবধানটা ফিরে পাবে দলটা। 

 

সম্পর্কিত খবর