‘বিরল’ হারে লিগের আশা আরও ফিকে বায়ার্নের
বিরল এক হার। হ্যাঁ বিরলই! চলতি মৌসুমে বায়ার্নের হারটা নিয়মিত দৃশ্য হলেও এক বছর আগেও তেমনটা ছিল না। শেষ এক দশকে বুন্ডেসলিগায় ছড়ি ঘুরিয়েছে দলটা। নিকটতম প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের ওপরও আধিপত্য ছিল বায়ার্নেরই। তাই তো শেষ দশ বছরে ঘরের মাঠে দলটার কাছে হারেনি ব্যাভারিয়ানরা।
তবে তা গতরাতের আগ পর্যন্ত। মৌসুমের শেষ ‘ডার ক্লাসিকার’-এ বায়ার্ন গত রাতে ২-০ গোলে হেরে বসেছে বরুসিয়ার কাছে, তাও আবার নিজেদের মাঠে। ১০ বছর পর নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বরুসিয়ার কাছে হারল দলটা। তাতে বেয়ার লেভারকুসেন থেকে ১৩ পয়েন্টে পিছিয়ে পড়ায় লিগের সম্ভাবনা আরও কমে গেল বায়ার্নের। ম্যাচ যে বাকি আর মাত্র ৭টা!
গেল মৌসুমে বরুসিয়ায় যোগ দেওয়া কারিম আদেয়েমি করেন প্রথম গোলটা। ১০ মিনিটে প্রতি আক্রমণে উঠে প্রতিপক্ষ গোলরক্ষক সভেন উলরাইখকে পরাস্ত করেন তিনি। বরুসিয়া এগিয়ে যায় ১-০ গোলে।
ওই গোলটা বাদ দিলে উলরাইখ পুরো ম্যাচে ভালোভাবেই বায়ার্নের গোলবার সামলেছেন। একের পর এক শট ঠেকিয়েই গেছেন। তবে তা ৮৩ মিনিটের আগ পর্যন্ত। শেষ সময়ে এসে জুলিয়ান রিয়েরসনের করা জোরাল নিচু শটে বরুসিয়ার জয় নিশ্চিত হয়ে যায়।
পুরো ম্যাচে গোলের জন্য হাপিত্যেশ করা বায়ার্ন অবশ্য গোলের দেখা পেতে পেতেও পায়নি। ৮৯ মিনিটে হ্যারি কেইন বল জালে জড়িয়েছিলেন বরুসিয়ার। কিন্তু ভিএআর দেখে এসে সিদ্ধান্তটা বাতিল করেন রেফারি। হার নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।
একই দশা হওয়ার পথে ছিল শীর্ষে থাকা লেভারকুসেনও। তবে ৮৮ মিনিট আর ইনজুরি সময়ে করা দুই গোলে হফেনহাইমের বিরুদ্ধে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কোচ জাবি আলনসোর দল।
এই জয়ের ফলে লেভারকুসেনের পয়েন্ট গিয়ে দাঁড়াল ৭৩ এ। আর বায়ার্ন রইল বুন্ডেসলিগার দুইয়েই। তাদের ঝুলিতে আছে ৬০ পয়েন্ট।