রোনালদো ঘুমিয়েছেন, তাতেই বিছানার দাম ৬ লাখ!
ক্রিস্টিয়ানো রোনালদো-সমগ্র বিশ্বেই যার পরিচিতি। বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার। ব্যালন ডি’অর জিতেছেন পাঁচ’বার। বিশ্ব জুড়ে ছড়িয়ে তার অগণিত ভক্ত। সেই রোনালদোকে নিয়ে তার ভক্তদের উন্মাদনার শেষ নেই। সেই উন্মাদনা দেখা গেল আরও একবার। রোনালদো রাত কাটিয়েছেন এমন একটি ‘বিছানা’ তোলা হয়েছে নিলামে। যার ভিত্তি মূল ধরা হয়েছে ৫ হাজার ইউরো। বাংলাদেশি টাকার অংকে যা প্রায় ৬ লাখ টাকার কাছাকাছি।
রোনালদোর ব্যবহৃত সেই বিছানাটি নিলামে উঠেছে স্লোভেনিয়ায়। মূলত, গত ২৭ মার্চ পর্তুগালের হয়ে স্লোভেনিয়ায় স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন রোনালদো। সেই ম্যাচে অবশ্য তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি রোনালদো। তার দল হেরেছে ২-০ গোলে। অবশ্য দল হারলেও রোনালদোকে নিয়ে স্লোভেনিয়ায় ভক্তদের মধ্যে আগ্রহের কোনো কমতি ছিল না।
সেই উন্মাদনা দেখা গেল আরও একবার। স্লোভেনিয়ায় গিয়ে যেই হোটেলে রাত্রিযাপন করেছিলেন রোনালদোর। শুইয়ে ছিলেন যেই বিছানায়। সেই বিছানাই এবার তোলা হয়েছে নিলামে।
খরব অনুযায়ী, স্লোভেনিয়া সফরে দেশটির রাজধানী লুব্লজানার হোটেল গ্র্যান্ড প্লাজায় উঠে ছিলেন রোনালদো। সেখানে একটি বিলাসবহুল রুমে আয়েশি ঘুমও দিয়েছেন। সেই বিছানায় এবার নিলামে তোলা হয়েছে।
মূলত, স্লোভাকিয়ার বিপক্ষে ২-০ গোলে হারের কারণে রোনালদোর মেজাজ ভালো ছিল না। যার ফলে অনেকে হয়তো সুযোগ থাকার পরও রোনালদোর অটোগ্রাফ কিংবা প্রিয় তারকার সঙ্গে সেলফি তোলতে পারেননি। সেই রোনালদোর ভক্তদেরই এবার তাদের প্রিয় তারকার ব্যবহৃত বিছানা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে হোটেল কর্তৃপক্ষ। যেখানে সর্বোচ্চ দাম হাঁকানো ব্যক্তি কিনতে পারবেন রোনালদোর ব্যবহৃত বিছানাটি। এরপর শুতে পারবেন সেই বিছানায়।