‘ভিনটেজ’ রোনালদোর টানা দ্বিতীয় হ্যাটট্রিক
‘বয়স যেন শুধুই একটা সংখ্যা!’ কথাটা ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ারে এত বার মনে করিয়েছেন যে, তার সঙ্গে কথাটাকে এখন ক্লিশে শোনায়। গত রাতে আরও একবার তিনি সে কথাটা মনে করালেন।
তবে এবারের সঙ্গে শেষ কিছু দিনের দারুণ সব পারফর্ম্যান্সের পার্থক্য, এবারের পারফর্ম্যান্স দিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন স্বর্ণসময়ের ‘ভিনটেজ’ রোনালদোর কথা! করেছেন হ্যাটট্রিক, দুটো গোল করিয়েছেনও; সবকিছু করেছেন ওই প্রথমার্ধেই। তার এমন পারফর্ম্যান্সে তার দল আল নাসর ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে আভাকে।
‘ভিনটেজ’ রোনালদো বিখ্যাত ছিলেন তার ফ্রি কিক দিয়ে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার সে দক্ষতায় যেন মরচেই পড়ে গিয়েছিল। মাঝে একটা বড় সময় ফ্রি কিক থেকে গোল পাননি। সেই ফ্রি কিক থেকেই গোল করলেন গত রাতে। তাও একটা নয় দুটো।
ম্যাচের ১১ মিনিটে তার জাদুর শুরু। বক্সের একটু বাইরে ফ্রি কিক পেলেন। সেখান থেকে মানবদেয়ালের নিচ দিয়ে নিলেন জোরালো এক শট, সেটা গোলরক্ষকের হাত ফসকে চলে গেল জালে।
দ্বিতীয় ফ্রি কিকটা থেকে গোল পেলেন দশ মিনিট পর। প্রায় একই জায়গায় পেলেন ফ্রি কিকটা। কৌশল বদলালেন এবার। শট নিলেন হাওয়ায় ভাসিয়ে। এবার আভার কোনো ডিফেন্ডার নড়ার সুযোগই পেলেন না। তৃতীয় গোলটা করলেন ৪৪ মিনিটে। এবার দারুণ এক চিপে বোকা বানান আভার রোমানিয়ান গোলরক্ষক সিপ্রিয়ান তাতারুসানুকে।
গত ৩১ মার্চ আল তাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। তার তিন দিন পর আরও একবার গোলের ত্রিশূল বেঁধান প্রতিপক্ষের হৃদয়ে।
বিরতির আগে সতীর্থ আবদুলমাজিদ আল সুলাইহিমকে দিয়ে আরও এক গোল করিয়েছেন তিনি। তার আগে সাদিও মানের গোল মিলিয়ে বিরতির আগেই ৫-০ গোলে এগিয়ে গিয়েছিল আল নাসর। তাই বিরতির সময়ই তাকে মাঠ থেকে তুলে নেন আল নাসর কোচ।
এরপর দ্বিতীয়ার্ধে রোনালদোহীন আল নাসরও আভার জালে জড়িয়েছে তিন গোল। ৮-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটা।
যদিও এই জয়ের পরেও অবশ্য সৌদি প্রো লিগে আল নাসর রইল তালিকার দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা আল আহলি থেকে ১২ পয়েন্টে পিছিয়ে আছেন রোনালদোরা। তবে গত রাতের হ্যাটট্রিকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখলেন, ‘আমরা দমে যাওয়ার পাত্র নই’। নিজের কাজটা করে দলের সবাইকে অনুপ্রেরণা দেওয়ার কাজটা তিনি হরহামেশাই করেন, ‘ভিনটেজ’ পারফর্ম্যান্সের পর এবার সতীর্থদের অনুপ্রাণিত করার কাজটা মাঠের বাইরেও নিয়ে গেলেন রোনালদো।