জয়ে প্রথম পর্ব শেষ মোহামেডানের

জয়ে প্রথম পর্ব শেষ মোহামেডানের

সুপার লিগ বহু আগেই নিশ্চিত। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচেও পেয়েছে বিশাল জয়। বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে ৭-২ গোলে।

মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে আজ ফিতরি বিন সারির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বীন ইসলাম ইমন গোল করে মোহামেডানের ব্যবধান দ্বিগুণ করেন। পরের মিনিটে গোল আমিরুল ইসলাম। ২৩ মিনিটে শিমুল ইসলামও নাম লেখান গোলের খাতায়। দুই মিনিট পর শফিউল ইসলাম শিশির যোগ দেন গোল উৎসবে। ২৯ মিনিটে দ্বীন ইসলাম ইমন আরও এক গোল করে ৬-০ গোলে এগিয়ে দেন মোহামেডানকে। 

তৃতীয় কোয়ার্টারে এসে ব্যবধান কমায় বাংলাদেশ এসসি। সজিব ইসলামের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৬-১ এ। শেষ কোয়ার্টারে এসে ইমন হ্যাটট্রিক পূরণ করেন। ৫৫ মিনিটে বাংলাদেশ এসসি সে গোল শোধ করে চিরঞ্জিতের স্টিক থেকে। ফলে মোহামেডান ৭-২ ব্যবধান নিয়ে ম্যাচ শেষ করে। 

এই জয়ের ফলে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তারা চলে গেল সুপার লিগে। ওদিকে বাংলাদেশ এসসি ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে থেকে লিগ শেষ করছে।

সম্পর্কিত খবর