লুটনকে হারিয়ে শীর্ষে আর্সেনাল, ফোডেনের হ্যাটট্রিকের পরও তিনে সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৮ জয়ে শীর্ষস্থান ধরে রেখেছিল আর্সেনাল। তবে গত রোববার ম্যানচেস্টার সিটির মাঠে গোলশূন্য ড্রয়ে শীর্ষস্থান হারায় গানাররা। এবং সেই জায়গা দখলে নেয় লিভারপুল। তবে তিন দিন বাদে ফের শীর্ষস্থানে জায়গা নিল আর্সেনাল। লুটন টাউনের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পায় মিকেল আর্তেতার দল।
এই জয়ে শীর্ষে ওঠা গানারদের ৩০ ম্যাচে পয়েন্ট ৬৮। এদিকে দুইয়ে নামা লিভারপুলের পয়েন্ট ৬৭। অবশ্য তারা এক ম্যাচ কম খেলেছে।
গত রাতের আরেক ম্যাচে ফিল ফোডেনের হ্যাটট্রিকে ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে উড়িয়েছে ম্যানচেস্টার সিটি। দাপুটে এই জয়ের পরও অবশ্য তালিকার তিনেই রইল সিটিজেনরা। আর্সেনালের সমান ৩০ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৬৭।
এমিরেটস স্টেডিয়ামে লুটনের বিপক্ষে ম্যাচটির ২৪তম মিনিটে মার্টিন ওডেগার্ডের গোলে এগিয়ে যায় আর্সেনাল। পরে ৪৪তম মিনিটে আত্মঘাতী গোল করে বসেন লুটন ডিফেন্ডার হাশিওকা। এতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মিকেল আর্তেতার দল। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা আগের মতো থাকলেও লুটনের রক্ষণ আর ভেদ করতে পারেনি স্বাগতিকরা। এতে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।