শাপমোচন এমবাপের, খুশি এনরিকে

শাপমোচন এমবাপের, খুশি এনরিকে

ফ্রেঞ্চ কাপের মহাগুরুত্বপূর্ণ সেমি ফাইনাল। এমন ম্যাচে ৩৭ মিনিটে এসে প্রতিপক্ষের ভুলে পেনাল্টি পায় পিএসজি। শট নিতে আসেন দলের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। তবে তার নেওয়া সেই শটটি ঠেকিয়ে দেন রেঁনের গোলরক্ষক। খানিকটা চাপেই পড়ে যায় পিএসজি। পরে অবশ্য সেই চাপ নিজেই কাটিয়েছেন এমবাপে। প্রথমার্ধের বিরতির আগেই গোল করে দলকে নিয়ে গেছেন ফাইনালে।

এদিন ম্যাচে অবশ্য এক চেটিয়া দাপট ছিল পিএসজিরই। যদিও গোলের সেই সংখ্যাটা খুব বেশি বড় হয়নি। এদিন ম্যাচের ১২ মিনিটেই প্রতিপক্ষের জাল খুঁজে পেতে পারত পিএসজি। তবে শেষ পর্যন্ত হয়নি রেঁনের গোলরক্ষক স্টিভ মান্দান্দার কারণে। সেই মারান্দা আরও একবার বাধা হয়ে দাঁড়ান পেনাল্টি নিতে আসা এমবাপের পথে।

যদিও শেষ পর্যন্ত এমবাপেকে আটকে রাখতে পারেননি তিনি। ৪৩ মিনিটে দলকে একমাত্র ও জয়সূচক গোলটি করিয়ে দেন এমবাপে। আর সেই গোলেই রেঁনেকে হারিয়ে ফাইনালে পা রাখে পিএসজি।

এদিকে অপর সেমি ফাইনালে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে পা রেখেছে লিঁও। যেই দুই দল আগামী ২৫ এপ্রিল ফাইনালে মুখোমুখি হবে।

ফাইনাল নিশ্চিত হওয়ায় বেশ স্বস্তিতেই আছেন পিএসজি কোচ লুইস এনরিকে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ভালো লাগছে। এ মৌসুমে ফ্রেঞ্চ কাপ আমাদের অন্যতম লক্ষ্য ছিল। ফাইনালটা জিততে পারলে সেটি সবার জন্যই সন্তুষ্টির হবে।’

সম্পর্কিত খবর