র‍্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের, শীর্ষে আর্জেন্টিনাই

র‍্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের, শীর্ষে আর্জেন্টিনাই

এক বছর ধরে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের গ্রাফটা ঊর্ধ্বমুখীই ছিল। তবে সবশেষ ফিফা উইন্ডোয় দুই ম্যাচের দুটোতেই হেরেছে জামাল ভূঁইয়ার দল। যার ছাপ পড়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ে। অবনতি হয়েছে বাংলাদেশের। যদিও তা খুব বেশি নয়। এদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ের চূড়ায় আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাই। 

মার্চ মাসের ফিফা উইন্ডোয় বাংলাদেশ খেলেছে দুই ম্যাচ। লাল-সবুজের প্রতিনিধিরা বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের প্রথমটিতে কুয়েতে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হারে। ঘরের মাঠে ফিরতি লেগেও হারের কবলে পড়ে কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ইনজুরি সময়ে গোল হজম করে বাংলাদেশ ১-০ ব্যবধানে হারে ফিলিস্তিনের কাছে।

চলতি বছরের শুরুতে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৩তম স্থানে। আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, সবশেষ ফিফা উইন্ডোর দুই ম্যাচ হেরে বাংলাদেশ গিয়ে নেমেছে ১৮৪তম অবস্থানে। 

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা আছে বহাল তবিয়তেই। সবশেষ উইন্ডোয় এল সালভাদরকে ৩-০ ও কোস্টারিকাকে ৩-১ ব্যবধানে হারিয়ে এ জায়গাটা ধরে রেখেছে লিওনেল মেসির দল। দুইয়ে থাকা ফ্রান্সেরও জায়গা বদল হয়নি। তিনে উঠে এসেছে বেলজিয়াম। এর আগে তিনে থাকা ইংল্যান্ড নেমে গেছে চারে। প্রীতি ম্যাচে তারা হেরেছিল ব্রাজিলের কাছে। সেই ব্রাজিল অবশ্য এর ঠিক নিচে পাঁচেই আছে। ছয়ে আছে পর্তুগাল। পরের চার অবস্থান হচ্ছে যথাক্রমে নেদারল্যান্ডস, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।

৪ ধাপ পেছালেও দক্ষিণ এশিয়ার মধ্যে সবার ওপরে আছে ভারত। ১১৭ থেকে নেমে গেছে ১২১ নম্বরে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আফগানিস্তানের কাছে ২-১ গোলে হেরেছে দলটা। ১৬১তে থাকা মালদ্বীপে অবস্থানে কোনো হেরফের হয়নি। নেপাল পিছিয়ে গেছে তিন ধাপ, তারা আছে ১৭৮তম স্থানে। বাংলাদেশের ঠিক পরে ১৮৫তে আছে ভুটান। সবার নিচে আছে পাকিস্তান, তাদের অবস্থান ১৯৫তে।

সম্পর্কিত খবর