শেফিল্ডকে হারিয়ে ফের শীর্ষে লিভারপুল

শেফিল্ডকে হারিয়ে ফের শীর্ষে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ ৩০ পর্বের ম্যাচ। বাকি শেষ আট পর্বে শিরোপা দখলেই লড়াইয়ে চলছে ত্রিমুখী লড়াই। কার্যত দুই দলের লড়াইটা আরও বেশি। লিভারপুল এবং আর্সেনালের। একদিন আগে ঘরের মাঠে লুটন টাউনকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছিল আর্সেনাল। তবে ৩০তম পর্বে লিভারপুল ম্যাচ ছিল বাকি। গত রাতের সেই ম্যাচেও জিতে আরও একবার আর্সেনালকে সরিয়ে শীর্ষে জায়গা করে নিল ইয়ুর্গেন ক্লপের দল। 

ঘরের মাঠে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৩-১ ব্যবধানের এই জয়ে শিরোপার দিকে বেশ ভালোভাবেই এগিয়ে থাকলো অল রেডরা। ৩০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭০। সমান ম্যাচে আর্সেনালের ৬৮ এবং বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির ৬৭। 

ম্যাচের ১৭তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় লিভারপুল। প্রথমার্ধের বাকি সময়ের গোলের আরও কোনো সুযোগ করতে পারেনি অল রেডরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ বাড়িয়ে ব্যবধান বাড়ানোর প্রচেষ্টায় থাকা লিভারপুল খেল উল্টো ধাক্কা। ৫৮তম মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন স্বাগতিক দলের ডিফেন্ডার কনোর ব্রাডলি। এতে সমতায় ফেরে শেফিল্ড। শঙ্কা জাগে নাটকীয় কিছুর। এখান থেকে ড্রয়ে শেষ করলেও শীর্ষস্থান থাকতো আর্সেনালের দখলেই। 

তবে শেষে আধা ঘণ্টায় অ্যানফিল্ডে চলল অল রেডদের দাপট। ৭৬তম মিনিটে ম্যাচে লিভারপুলকে এগিয়ে যেন আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্টার। পরে ম্যাচের মূল সময়ের একদম শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো। 

সম্পর্কিত খবর