২২ বছর পর ব্রাজিলকে হারাল উরুগুয়ে

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:১৫ এএম | ১৮ অক্টোবর, ২০২৩

উরুগুয়ের বিপক্ষে টানা ১২ ম্যাচ অপরাজিত থেকে মাঠে নেমেছিল ব্রাজিল। সুযোগ ছিল সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়া। তাই পূর্ণশক্তির দলকেই শুরুতে মাঠে নামিয়েছিলেন ব্রাজিলিয়ান কোচ ফার্নান্দো সিলভা। এরপরও কাজ হয়নি। জয় দূরে থাক স্বস্তির ড্র’ নিয়েও মাঠ ছাড়তে পারেনি রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল হেরেছে ২-০ গোলে। যা সময়ের হিসেবে ২২ বছর পর। এমন হারের দিনে ব্রাজিলের দুশ্চিন্তা বাড়িয়েছে নেইমারের চোট।

এমনিতেও সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। সবশেষ ম্যাচেও জয় পায়নি দলটি। তার ওপর এবার মাঠে নামতে হবে প্রতিপক্ষের ডেরায়। সাবধানী সিলভা তাই পূর্ণ-শক্তির দলকেই মাঠে নেমেছিল। ম্যাচের শুরু থেকেই একাদশে ছিলেন তারকা ফরোয়ার্ড নেইমার। এই দলটিকে হারাতে আক্রমণাত্মক ফুটবলটাই খেলতে হতো উরুগুইয়ানদের। সেটা তারা শুরু থেকে করেছেও। ব্রাজিল বল দখলে রাখলেও দ্রুত আক্রমণে উঠেছে উরুগুয়ে। সুযোগ বুঝে বল পাঠিয়ে দিয়েছে জালে।

এদিন বল দখল নিয়ে দু’দলের মধ্যে লড়াইটাও হয়েছে বেশ। প্রথমার্ধে হলুদ কার্ড দেখতে হয়েছে রোনাল্ড আরাউজো ও নুনেসকে। দ্বিতীয়ার্ধে অবশ্য হলুদ কার্ড দেখায় এগিয়ে ছিল ব্রাজিলিয়ানরাই। তবে এসব ছাপিয়ে বিরতিতে যাওয়ার আগে ঠিকই দলকে লিড এনে দিয়েছেন নুনেস। ৪২ মিনিটে তার গোলে লিড নেয় উরুগুয়ে।

প্রথমার্ধের শেষ মুহূর্তে চোট পাওয়ায় দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি নেইমার। তার জায়গায় বদলি হিসেবে নামা রিচার্লিসনও তেমন কিছু করে দেখাতে পারেননি। দ্বিতীয়ার্ধে গোল করতে মরিয়া হয়ে থাকা ব্রাজিলের আক্রমণ ভাগে বেশ কিছু পরিবর্তন এনে চেষ্টা চালায় ব্রাজিলিয়ান কোচ ফার্নান্দো সিলভা। তবে কাজ হয়নি তাতে। উল্টো ৭৭ মিনিটে আরও এক গোল হজম করতে হয়েছে তাদের। ব্রাজিলের কঠিনে শেষ পেরেকটি ঠুকেন ক্রুস। ২২ বছর পর উরুগুয়ের বিপক্ষে হারের তিক্ত স্বাদ পায় ব্রাজিল।

খেলার দুনিয়া | ফলো করুন :