‘১০’ নম্বর পেতে চান ইয়ামাল

‘১০’ নম্বর পেতে চান ইয়ামাল

বার্সেলোনার ‘১০’ নম্বর জার্সির মাহাত্ম্যের শেষ নেই। লিওনেল মেসি এই জার্সি গায়ে চড়িয়ে কতশত কীর্তি গড়েছেন। মাঠে ‘১০’ নম্বর জার্সিধারীর পায়ে বল দেখলেই নড়েচড়ে উঠতেন ভক্তরা। বার্সেলোনায় মেসির আইকনিক জার্সি নম্বরটি এখন আনসু ফাতির দখলে। তবে এই জার্সিতে চোখ রেখেছেন ক্লাবের আরেক তরুণ সেনসেশন লামিন ইয়ামালও।
অবশ্য বার্সেলোনায় শুধু মেসিই নন, কিংবদন্তিতুল্য ফুটবলার রিভালদো, রোনালদিনিওরাও এই ‘১০’ নম্বর পিঠে নিয়ে ফুটবল পায়ে বহু কারিকুরি দেখিয়েছেন। বর্তমানে এই জার্সির মালিক ফাতি অবশ্য এখন বার্সেলোনায় নেই, ধারে খেলছেন ইংলিশ ক্লাব ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নে।
বার্সেলোনায় ফাতির ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ায় এই ‘১০’ নম্বর জার্সির ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর সঙ্গে আলাপে এই জার্সি গায়ে চড়ানোর আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন ইয়ামাল।
তবে ফাতির কাছ থেকে ইয়ামাল কেড়ে নিতে চান না ‘১০’ নম্বর জার্সি। বরং যদি কখনো ফাঁকা হয় এই জার্সি, তখন সেটা পেলে ভালোই লাগবে তার, ‘১০ নম্বর জার্সি আনসুর (ফাতি)। যদি সে এখানে না থাকে, ১০ নম্বর জার্সি পরা হবে গর্বের। যে কোনো তরুণের এই জার্সি পরার স্বপ্ন থাকে। মনে হয় না কেউ এই জার্সির প্রশ্নে না বলবে।’
বার্সেলোনার একাডেমি লা মাসিয়াতে বেড়ে উঠেছেন ইয়ামাল। ১৬ বছর বয়সেই বনে গেছেন মূল দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।

সম্পর্কিত খবর