চোট পিছু ছাড়ছেই না নাদালের

চোট পিছু ছাড়ছেই না নাদালের

রাফায়েল নাদাল আশায় ছিলেন, ফ্রেঞ্চ ওপেন দিয়েই আবার টেনিস কোর্টে ফেরা হবে তার। তবে সে আশা এখন ক্ষীণ! সম্প্রতি মন্টে কার্লো মাস্টার্স থেকে ছিটকে যাওয়ায় তার ফ্রেঞ্চ ওপেনে ফেরা অনিশ্চিত হয়ে গেছে।
গত জানুয়ারিতে ব্রিসবেন ওপেনে খেলেছিলেন। তারপর থেকেই টেনিস কোর্ট থেকে দূরে আছেন। এটিপি ট্যুর টুর্নামেন্ট মন্টে কার্লো মাস্টার্সকেই তাই পাখির চোখ করেছিলেন। কিন্তু সে লক্ষ্য পূরণ হচ্ছে না তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে নাদাল লিখেছেন, ‘দু্ভার্গ্যজনকভাবে আমি মন্টে কার্লোতে খেলতে পারছি না। আমার শরীর কোনোভাবেই সাড়া দিচ্ছে না।’
চোটাঘাতে ২০২৩ সালের পুরোটাই কোর্টের বাইরে ছিলেন নাদাল। মন্টে কার্লোতে রেকর্ড ১১ বার শিরোপা জিতেছেন। ‘প্রিয়’ এই টুর্নামেন্ট দিয়ে প্রত্যাবর্তন করার মাধ্যমে পুরোনো ছন্দ ফিরে পাওয়ার আশা ছিল তার।
কিন্তু জানুয়ারি ব্রিসবেনে খেলার পর থেকেই ফের চোটের সঙ্গে লড়াই শুরু হয়েছিল নাদালের। হিপ ইনজুরির কারণে পরবর্তীতে অস্ট্রেলিয়ান ওপেন, দোহা ও ইন্ডিয়ান ওয়েলস থেকে নাম সরিয়ে নিতে বাধ্য হন তিনি।

সম্পর্কিত খবর