শুরুতে পিছিয়ে পড়েও জয় তুলে নিল সিটি

শুরুতে পিছিয়ে পড়েও জয় তুলে নিল সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ের দৌড়ে আরেকটু উত্তেজনা যোগ করল ম্যানচেস্টার সিটি। আজ (শনিবার) রাতে শুরুতে গোল হজম করলেও ক্রিস্টাল প্যালেসকে এক হালি গোল খাইয়ে ৪-২ গোলের জয় তুলে নিল পেপ গার্দিওলার শিষ্যরা। এই জয়ের সঙ্গে আবারও লিগ পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো নীল জার্সিধারীরা।

এদিন স্বাগতিকদের মাঠে শুরুতেই ধাক্কা খায় সিটি। ম্যাচের ৩ মিনিটেই সিটির জালে বল জড়ান জিন মাতেতা। সমতায় ফিরতে বেশি সময় অবশ্য নেয়নি ম্যান সিটি, ১৩তম মিনিটেই দলের হয়ে সমতাসূচক গোল করেন কেভিন ডি ব্রুইনা। আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝে ম্যাচের প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দলই।

বিরতির পর যেন নতুন উদ্যমে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। নেমেই দলকে এগিয়ে নেন রিকো লুইস। ডি ব্রুইনা-হালান্ডদের একের পর আক্রমণে দিশেহারা হয়ে ওঠে ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডাররা। ৬৬তম মিনিটে হালান্ড এবং ৭০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন ডি ব্রুইনা।

এগিয়ে গিয়েও আক্রমণের ধার মজবুত রাখে সিটিয়ানরা। তবে এক হালি গোল হজম করার পর ম্যাচের শেষভাগে সান্ত্বনাসূচক আরও একটি গোল শোধ দেন ক্রিস্টাল প্যালেসের ওডসোন এডওয়ার্ড। এতে ৪-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ের পর লিগ পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি, ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্টের সঙ্গে শীর্ষে আছে লিভারপুল এবং তিনে আছে আর্সেনাল।

সম্পর্কিত খবর