এমন অদ্ভুত গোল আপনি আর কখনোই দেখবেন না

এমন অদ্ভুত গোল আপনি আর কখনোই দেখবেন না

ফুটবলে আপনার দেখা সবচেয়ে অদ্ভুত গোল কোনটা? 

সে যাই হোক, এই গোলটাকে সেটা হারাতে হারাতে পারবে না, এটা নিশ্চিত। ফুটবল ইতিহাসেরই সবচেয়ে অদ্ভুত গোল এটা। অদ্ভুত গোলগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালীও হয়তো।

গোলটা হয়েছিল ১৯৮৬ সালের সেপ্টেম্বরে। গোলটা যে আর কখনো হবে না, এ কথাটা বাজি ধরে বলা যায়। 

গোলটা হয়েছিল টার্কিশ সুপারলিগায়। এমকি আঙ্কারাগুচু আর বেশিকতাশের ম্যাচে। প্রথমার্ধ শেষ গোলহীনভাবে। দ্বিতীয়ার্ধের একটা বড় সময়ও চলে গেল গোল ছাড়া। ঘটনাটা ঘটল ৮৩ মিনিটে। 

আঙ্কারাগুচু কর্নার পেল একটা। সেটা বক্সের মাঝে এল, বেশিকতাশ রক্ষণ তা ক্লিয়ারও করল; তবে পুরোপুরি নয়। পিনবলের মতো করে বক্সে বেশ কিছুক্ষণ ঘোরার পর আঙ্কারাগুচু মিডফিল্ডার কেমাল ইয়িলদারিম একটা ওয়াইল্ড শট নিলেন গোলপোস্ট লক্ষ্য করে। সেটা বেশিকতাশ ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে ফেলল একটু, বেরিয়ে যাচ্ছিল পোস্টের বাইরে দিয়ে। তবে দুর্ভাগ্যজনকভাবে বলের গতিপথে ব্যাকপোস্টে তখন দাঁড়িয়ে ছিলেন আহমেত আকচেই, যিনি এই ম্যাচের রেফারি। বলটা তার বুকে এসে লাগে। এরপর আরও এক দফা দিক বদলে গিয়ে জড়ায় বেশিকতাশের জালে। রেফারি আহমেদের কাছে গোলের ঘোষণা দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না! সে ম্যাচে গোল হয়েছিল ওই একটাই! ১-০ গোলে হেরেছিল শিরোপা প্রত্যাশী বেশিকতাশ। 

এই এক গোলের মাসুল বেশিকতাশ এখানেই গুণে শেষ করতে পারেনি। সে বছর চিরপ্রতিদ্বন্দ্বী গ্যালাতাসারাইয়ের কাছে লিগ শিরোপা খুইয়ে বসেছিল বেশিকতাশ। পয়েন্টের ব্যবধানটা কত ছিল জানেন? মাত্র এক! 

সম্পর্কিত খবর