আর এক ম্যাচ জিতলেই বুন্দেসলিগা শিরোপা লেভারকুসেনের
জার্মান শীর্ষ ক্লাব বুন্দেসলিগায় সবশেষ ১১ আসরেই চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তবে বায়ার্নের টানা এই রাজত্বের প্রায় সমাপ্তির দিকেই। বুন্দেসলিগা যুগ পেরিয়ে পেতে চলেছে নতুন ‘রাজা’। প্রথমবারের মতো লিগ শিরোপা জেতার একদম দুয়ারে বায়ার লেভারকুজেন।
লিগ পর্বে এখনো বাকি ছয় পর্বের ম্যাচ। এই অবস্থায় ২৮ ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট ৭৬। সমান ম্যাচে দুইয়ে থাকা বায়ার্নের পয়েন্ট ৬০। এতে কাগজে-কলমের হিসেবে আর এক ম্যাচ জিতলেও শিরোপা সরাসরি লেভারকুসেনের। এক ম্যাচ জিতলে লেভারকুসেনের পয়েন্ট দাঁড়াবে ৭৯। এতে বাকি চার ম্যাচেই লেভারকুসেন হারলে শেষ পর্যন্ত ৭৯ পয়েন্টেই থাকতে জাভি আলোনসোর দল। এদিকে বায়ার্ন তাদের বাকি ছয় ম্যাচের ছয়টিতেও জিতলে তাদের পয়েন্ট হবে ৭৮। অর্থাৎ, বাকি ছয় ম্যাচে কেবল একটিতেই জিতলেই লেভারকুসেনের শিরোপা অবধারিত।
গত রাতের বুন্দেসলিগায় বায়ার্ন ও লেভারকুসেনের আলাদা ম্যাচের পরই দাঁড়িয়েছে এমন সমীকরণ।
ইউনিয়ন বার্লিনের মাঠে ফ্লোরেইন ভির্টজের একমাত্র গোলে জয় পায় লেভারকুসেন। প্রথমার্ধের যোগ করা সময়েই আসে এই গোলটি। এই জয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচ ধরে অপরাজিত লেভারকুসেন। আর দুই ম্যাচ এই যাত্রা ধরে রাখলেই ক্লাব ফুটবলে বিশ্ব রেকর্ড গড়বে তারা। এক যুগ আগে ২০১১-১২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল জুভেন্টাস।
এদিকে এই জয়ে বুন্দেসলিগায় টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা বায়ার্নের রেকর্ড স্পর্শ করে লেভারকুসেন। ২০১৫-১৬ মৌসুমে পেপ গার্দিওলা যুগে এই রেকর্ড গড়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা।
লেভারকুসেনের জয়ের দিনের আরও একবার ধাক্কা খেল বায়ার্ন। হাইডেনহাইমের কাছে ৩-২ গোলে হেরেছে তারা।