৪০ বছর পর শিরোপার দেখা পেল বিলবাও
১৯৮৪ সালে সবশেষ কোপা দেল রের শিরোপা জিতেছিল অ্যাতলেটিক বিলবাও। এরপর চার দশক ধরে আর কোনো শিরোপার স্বাদই পায়নি স্প্যানিশ এই ক্লাবটি। এবার শিরোপা খরা কাটিয়ে বহুল কাঙ্ক্ষিত শিরোপার দেখা পেল তারা।
কোপা দেল রের ফাইনালে রিয়াল মায়োর্কাকে টাইব্রেকারে হারিয়ে অধরা এই শিরোপাটি তুলে ধরে অ্যাতলেটিকের ফুটবলাররা। শনিবার সেভিয়ার মাঠে এই ফাইনালে সমর্থকরা দেখেছিল নাটকীয় এক ম্যাচ।
এই ৪০ বছরের মধ্যে চারবার ফাইনালে জায়গা করতে পারলেও শিরোপার দেখা পায়নি ক্লাবটি। ২০১২ সালে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে হারের ক্ষত প্রায় এক যুগ ধরে বয়ে বেড়াচ্ছিল অ্যাতলেটিক বিলবাও। অথচ একসময় কোপা দেল রের সফলতম দল ছিল তারাই। ১৯৮৩-৮৪ মৌসুমে শেষবার এই কোপা দেল রের পাশাপাশি লা লিগার শিরোপাও জিতেছিল তারা।
এদিন ম্যাচের শুরু থেকেই দাপুটে খেলা দেখাতে থাকে বিলবাও। তবে ২১তম মিনিটে গোল হজম করে তারা। বল দখলের লড়াই কিংবা গোলের উদ্দেশ্যে শট, সবক্ষেত্রেই এগিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে বিলবাও। বাকি সময় কেউ আর গোলের দেখা না পাওয়ায় পেনাল্টি শ্যুটআউটে গড়ায় ম্যাচ। যেখানে বিলবাওয়ের ফুটবলারদের নৈপুণ্যে ৪-২ গোলের জয় তুলে নেয় তারা।