আর্সেনালকে ছাড়িয়ে যাওয়া হলো না লিভারপুলের

আর্সেনালকে ছাড়িয়ে যাওয়া হলো না লিভারপুলের

জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল। তবে লিভারপুলের জন্য সমীকরণটা সহজ। জয় পেলেই শীর্ষে থাকা আর্সেনালকে ছাড়িয়ে যাবে তারা। এমন ম্যাচে হতাশই করেছে ইর্য়ুগেন ক্লপের শিষ্যরা। গোলের বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলের ড্র’য়ে পয়েন্ট ভাগ করেছে তারা। তাতে শীর্ষে উঠা হয়নি লিভারপুলের। ৩১ ম্যাচ শেষে শীর্ষে থাকা আর্সেনালের সমান পয়েন্ট এখন লিভারপুলের। তবে তারা পিছিয়ে আছে গোল ব্যবধানের হিসেবে।

এদিন প্রতিপক্ষের মাঠ কিংবা দর্শক সমর্থন নিজেদের পক্ষে না থাকলেও শুরুতে লিড পেয়ে গিয়েছিল লিভারপুল। নুনেজের বাড়ানো বলে ম্যাচের ২৩ মিনিটে দলকে সাফল্য এনে দিয়েছিলেন লুইস দিয়াজ। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ম্যাচে এগিয়ে ছিল তারাই।

তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৫০ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের গোলে সমতায় ফিরে রেড ডেভিলরা। সেখান থেকে এগিয়ে যেতেও খুব বেশি সময় লাগেনি এরিক টেন হাগের শিষ্যদের। ম্যাচের ৬৭ মিনিটে দলতে লিড এনে দেন মাইনু। হন প্রিমিয়ার লিগ যুগে লিভারপুলের বিপক্ষে ইউনাইটেডের সর্বকনিষ্ঠ গোলদাতা।

এর অবশ্য ম্যাচে ফিরতে একের পর এক আক্রমণ চালিয়েছে লিভারপুল। তাতে চিড় ধরেছে ম্যানইউয়ের রক্ষা প্রাচীরে। লিভারপুলের আক্রমণে পেনাল্টি বক্সে ফাউল করে বসেন অ্যারন ওয়ান-বিসাকা। সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান মোহাম্মদ সালাহ।

এরপরও এগিয়ে যাওয়ারও সুযোগ পেয়েছে লিভারপুল। ইনজুরি টাইমে গোলের সহজতম সুযোগ মিস করেন দিয়াজ। অ্যান্ডি রবার্টসনের হেড থেকে পাওয়া বলটা গোলপোস্টে রাখতে পারেননি তিনি। যেই আক্ষেপ নিয়েই ম্যাচ শেষ করতে হয়েছে তাকে।

সম্পর্কিত খবর