সুপারকম্পিউটারের মতে, ফের লিগ চ্যাম্পিয়নের পথে সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ হয়েছে ৩২ রাউন্ডের ম্যাচ। সেখানে ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট সবার ওপরে আগের আসরের রানার্স-আপ আর্সেনাল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল এবং ৭০ পয়েন্ট নিয়ে তিনে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে এই অবস্থানে শিরোপার লড়াইয়ে কার্যত চলছে এই ত্রিমুখী লড়াই। তবে অনেকেই সিটির সম্ভাবনা দেখছে কম, এগিয়ে রাখছে লিভারপুল ও আর্সেনালকেই। তবে মানব আবিস্কার সুপারকম্পিউটার বলছে ভিন্ন কথা। অপটার সুপারকম্পিউটারের মতে, লিগের এই অবস্থানে শিরোপা জয়ের দিকে সবচেয়ে এগিয়ে পেপ গার্দিওলার দল।
প্রিমিয়ার লিগের প্রতি রাউন্ডের ম্যাচ শেষে শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে ভবিষ্যদ্বাণী করে থাকে ফুটবল পরিসংখ্যান ও তথ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার। এই ভবিষ্যদ্বাণী করা হয় মূলত দলগুলোর সামনের ম্যাচের প্রতিপক্ষ, ফুটবলারদের ফর্ম, চোটের কারণে কারও অনুপস্থিতি এসব মিলিয়ে।
অপটার মতে সিটির শিরোপা জয়ের সম্ভাবনা এখন ৩৯.৭ শতাংশ। সিটির এই তালিকায় হঠাতই ওপরে ওঠার কারণ গত রাতের ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে লিভারপুলের ২-২ গোলের ড্র। এই ড্রয়ের পর লিভারপুলের শিরোপা জয়ের সম্ভাবনা কমে এসেছে ৩১.৩ শতাংশে। আগের রাউন্ডে যেই সংখ্যাটি ছিল ৪৫ শতাংশ।
এদিকে পয়েন্ট তালিকার সবার ওপরে থাকলেও অপটার তালিকায় তিনে আছে আর্সেনাল। গানারদের শিরোপা জয়ের সম্ভাবনা এই মুহূর্তে ২৯ শতাংশ। যদিও আগের রাউন্ডে যা ছিল আরও কম, ২১.৪ শতাংশ।
অপটার এমন ভবিষ্যদ্বাণী একদমই উড়িয়ে দেওয়ার মতো নয়। লিগে তিন দলের বাকি ম্যাচগুলোতে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাছে আর্সেনাল। সামনে অন্তত তিনটি কঠিন ম্যাচ আছে তাদের সামনে। ম্যাচগুলো অ্যাস্টন ভিলা, টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। এতেই জয়ের সম্ভাবনায় তিনে আছে মিকেল আর্তেতার দল।
লিভারপুলের বাকি ম্যাচগুলোতে কঠিন ম্যাচের সংখ্যা তুলনামূলক আর্সেনালের চেয়ে কম। বড় ম্যাচ বলতে সামনে টটেনহাম ও অ্যাস্টন ভিলার বিপক্ষে। আর এতেই তাদের সম্ভাবনায় দুইয়ে রেখেছে অপটা। আর শিরোপা জয়ের লড়াইতে তাদের সিটিকে এগিয়ে রাখার বড় কারণ হলো সামনে স্রেফ টটেনহাম পরীক্ষায় পড়তে হবে সিটিকে, বাকি সব ম্যাচ তালিকার তলানির দিকের দলের সঙ্গে।