তুর্কি সুপার কাপের ফাইনাল শেষ ১ মিনিটেই
দুই অর্ধে ৪৫ মিনিট করে একটি ফুটবল ম্যাচের দৈর্ঘ্য থাকে ৯০ মিনিটের। তবে প্রতিযোগিতামূলক ম্যাচ নিষ্পত্তির ক্ষেত্রে তা মাঝে মাঝে বেড়ে দাঁড়ায় ১২০ মিনিটে, অতিরিক্ত দুই অর্ধ ১৫ মিনিটের। তবে তুর্কি সুপার কাপের ঘটে গেল বিরল এক ঘটনা। ম্যাচ শেষ স্রেফ ১ মিনিটেই! তাও আবার ফাইনাল ম্যাচ।
টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচে গালাতাসারাইয়ের প্রতিপক্ষ ছিল ফেনারবাচে। গত রোববারের এই ম্যাচের প্রথম মিনিটে গোল পায় গালাতাসারাই। আর্জেন্টিনার ফরোয়ার্ড মাউরো ইকার্দির সেই গোলেই ফাইনাল জিতে নেয় তারা। এই নিয়ে টুর্নামেন্টটির রেকর্ড ১৭টি শিরোপা জিতল ক্লাবটি।
এবার আসা যাক এক মিনিটেই ম্যাচ নিষ্পত্তির প্রসঙ্গে। প্রথম মিনিটে ইকার্দির সেই গোলের পর মাঠ ছেড়ে বেরিয়ে যায় ফেনারবাচের ফুটবলাররা। ম্যাচটি অনুষ্ঠিত হয় ইস্তাম্বুল থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে সানলুরফায়। প্রতিপক্ষ দলের ফুটবলার মাঠ ছাড়ার পর আর ফিরে না আসার গালাতাসারাইকে জয়ী ঘোষণা করে ম্যাচ অফিশিয়ালসরা।
তুর্কির গণমাধ্যমগুলোর মতে, দেশটির ফুটবল ফেডারেশনের প্রতি প্রতিবাদের অংশ হিসেবে মাঠ ছেড়ে যায় ফেনারবাচে।
এদিকে স্রেফ মাঠ ছেড়েই বিতর্কের জন্ম দেয়নি ক্লাবটি। ফাইনালের এই ম্যাচে তারা মাঠে নামায় তাদের অনূর্ধ্ব-১৯ দলকে।
ফেনারবাচের এই প্রতিবাদের কারণটা মূলত উয়েফা কনফারেন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ম্যাচ। আগামী বৃহস্পতিবার অলিম্পিয়াকোর মাঠে ম্যাচটি খেলবে ফেনারবাচে। এতে ক্লাবটি দেশটির ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ করেছিল সুপার কাপের ফাইনাল ম্যাচটি স্থগিত করার। তবে তাদের সেই অনুরোধ না রাখায় এমন কাণ্ড ঘটায় ফেনারবাচে।
এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছরের ২৯ ডিসেম্বর। তবে সৌদি আরবের সঙ্গে এই ক্লাব দুটির মতবিরোধের কারণে সে সময় স্থগিত হয় ম্যাচটি। তার প্রায় সাড়ে তিন মাস পর ম্যাচটি গড়াল তা হয়ে থাকলো বিতর্কিত।