'শক্তিশালী' বায়ার্নের সঙ্গে আর্সেনালের ড্র
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের প্রথম রাতের ম্যাচে যেন গোলবন্যা দেখল ফুটবল বিশ্ব, সঙ্গে দেখল হাড্ডাহাড্ডি দুটি ড্র। এক শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে শেষ করল ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। রাতের আরেক ম্যাচে ২-২ গোলে ড্র করল আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ।
উভয় ম্যাচ মিলিয়ে এই রাতে মোট গোল হয়েছে ১০টি, মজার বিষয় হচ্ছে সবগুলো গোল এসেছে ভিন্ন ভিন্ন খেলোয়াড়দের পা থেকে। অর্থাৎ এক রাতে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে গোলের দেখা পেয়েছেন ১০ জন যা একটি বিরল ঘটনা হয়ে থাকবে।
গতরাতের দুই ম্যাচের মধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সিটি-রিয়ালের ম্যাচটিই। সে ম্যাচের উত্তেজনা আশানুরূপই ছিল। তবে বায়ার্নকে আটকে দিয়ে রোমাঞ্চ ছড়িয়েছে মিকেল আর্তেতার শিষ্যরাও।
এদিন ম্যাচের ১২তম মিনিটেই বায়ার্নের ডিফেন্স লাইনকে ভেদ করে এবং সময়ের অন্যতম সেরা গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে বোকা বানিয়ে দারুণ এক বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা। তবে বেশিক্ষণ দাপট ধরে রাখল পারল না স্বাগতিকরা। ১৮তম মিনিটে সারজে গিনাব্রি এবং ৩২তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন হ্যারি কেইন।
ঘরের মাঠে পিছিয়ে গিয়ে কিছুটা বিপাকেই পড়ে আর্সেনাল, দেখাতে থাকে ছন্নছাড়া পারফরম্যান্স। তবে পরিস্থিতি সামাল দিয়ে বায়ার্নের বেশ কিছু শক্ত আক্রমণে বাঁধা দেন আর্সেনালের ডিফেন্ডাররা। একা হাতেও কিছু গোল রুখে দেন গানারদের গোলরক্ষক ড্যাভিড রায়া।
ম্যাচের শেষভাগে সমতার উদ্দেশ্যে আক্রমণের ধার মজবুত করে লাল জার্সিধারীরা। একের পর এক আক্রমণ চালিয়ে যেয়ে অবশেষে সাফল্য পায় ৭৬তম মিনিটে। গ্যাব্রিয়েল জেসুসের বাড়ানো বল দারুণভাবে বায়ার্নের জালে প্রবেশ করান বেলজিয়ান উইংগার লিয়ান্দ্রো ট্রোসার্ড। অবশেষে ২-২ গোলের সঙ্গে মাঠ ছাড়ে দু'দল, একই রাতে আরও একটি দুর্দান্ত ম্যাচের সাক্ষী হয় ফুটবল প্রেমীরা।