লিভারপুল ও আর্সেনালের হারে শীর্ষে সিটি

লিভারপুল ও আর্সেনালের হারে শীর্ষে সিটি

বেশ কয়েকদিন ধরেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার জন্য চলছে ত্রিমুখী লড়াই। আর্সেনাল, লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি, কেউই কাউকে ছাড় দিচ্ছে না বিন্দুমাত্র। প্রায় প্রতিদিনই লিগ পয়েন্ট টেবিলে প্রথম তিনটি অবস্থানের অদলবদল ঘটতে দেখা যাচ্ছে।

বিগত দুই সপ্তাহ ধরে শীর্ষস্থানটা নিজেদের দখলে রেখেছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। তবে এবার ম্যাচ হেরে প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে কিছুটা হোঁচট খেল লিভারপুল। একই রাতে ধাক্কা খেলো শিরোপার আরেক দাবীদার আর্সেনাল।

রবিবার রাতে নিজ নিজ ম্যাচে হার হজম করতে হয়েছে অল রেড ও গানারদের। অ্যাস্টন ভিলার সঙ্গে ২-০ গোলে হেরেছে আর্সেনাল। অপর ম্যাচে লিভারপুলের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে ক্রিস্টাল প্যালেস।

এই সুযোগে পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিজেদের দখলে রাখলো পেপ গার্দিওলার দল। ৩২ ম্যাচে ২২ জয়ের সঙ্গে তাদের পয়েন্ট ৭৩। সমপরিমাণ ম্যাচ খেলে আর্সেনাল ও লিভারপুল উভয়ের পয়েন্টই ৭১। পয়েন্টের পার্থক্যটা কম হলেও শিরোপার লড়াইয়ে এই অল্প পয়েন্টই হয়ে দাঁড়াতে পারে বড় কারণ। আপাতত তাই শিরোপার দৌড়ে বাকি দুই দলের চেয়ে কিছুটা এগিয়েই আছে ম্যানচেস্টার সিটি তা বলাই যায়।

সম্পর্কিত খবর