পালমারের হালি, শঙ্কায় হালান্ডের গোল্ডেন বুট
গত মৌসুমে ৩৬ গোল দিয়ে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছিলেন ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ড। এ মৌসুমেও রয়েছেন সে পথে। তবে এবার তাকে খানিকটা শঙ্কাতেই ফেলে দিয়েছে চেলসির তরুণ ফরোয়ার্ড কোল পালমার। সবশেষ ম্যাচেই এভারটনের বিপক্ষে গোলের হালি পূরণ করেছেন এই ইংলিশ তরুণ। তাতেই ছুঁয়ে ফেলেছেন হালান্ডের ২০ গোলের কীর্তি।
এদিন স্ট্যাম্পফোর্ড ব্রিজে ম্যাচের ৩০ মিনিট না যেতেই হ্যাটট্রিক আদায় করে নেন পালমার। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে আরও এক গোল করে গোলের হালি পূরণ করেন এই ২১ বছর বয়সী। সেই সঙ্গে ছুঁয়ে ফেলেন হালান্ডের করা ২০ গোল। তার দিনে ৬-০ গোলের বড় জয় পেয়েছে চেলসি।
অবশ্য দু’জনের সামনেই একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে। এখনও ৬ ম্যাচ মাঠে নামার সুযোগ পাবেন হালান্ড। অন্যদিকে ৭ ম্যাচ সুযোগ পাবেন পালমার। অবশ্য তাদের সঙ্গে প্রতিযোগিতায় আছে অ্যাস্টন ভিলার অলি ওয়াটকিনসও। এখন পর্যন্ত ১৯টি গোল করেছেন এই ফরোয়ার্ড। তার সামনেও সুযোগ আছে বাকি দুইজনকে ছাড়িয়ে শীর্ষ গোলদাতা হওয়ার।
তালিকার পরের স্থানটি লিভারপুলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর। এখন পর্যন্ত ১৭টি গোল করেছেন তিনি। রয়েছেন তালিকার ৪ নম্বরে। এখনও ৬ ম্যাচ বাকি থাকায় শীর্ষ গোলদাতা হওয়ার সুযোগ আছে তার সামনেও।