পিএসজি কামব্যাক করবে, বিশ্বাস এনরিকের

পিএসজি কামব্যাক করবে, বিশ্বাস এনরিকের

পার্ক দেস প্রিন্সেসে হার। এরপর ন্যু ক্যাম্পের ফিরতি লেগে সে ব্যবধানটা ঘুচিয়ে কামব্যাক করার চ্যালেঞ্জ। কোচ লুইস এনরিকে কি পরিস্থিতিটা একই রকম ঠাহর করছেন? হয়তো! হয়তো না!

২০১৬ সালের সেই লড়াইয়ের সঙ্গে এবারের লড়াইয়ের এই মিলটা বাদ দিলে আর মিল নেই তেমন। কোচ লুইস এনরিকের পদ বদলে গেছে, সে ম্যাচে ছিলেন বার্সেলোনার কোচ, এবার পিএসজির। সেবারের মতো বিশাল বাঁধা পেরোতেও হবে না তার দলকে। সেবার তার দল বার্সেলোনা প্রথম লেগে হেরে এসেছিল ৪-০ গোলে, ফিরতি লেগের ম্যাচটা জিতেছিল ৬-১ ব্যবধানে। এবার বার্সেলোনা তার শত্রু ডেরা, তার দল পিএসজিকে প্রথম লেগে হারিয়েছে ৩-২ গোলে। আজ সে বাঁধাটা ঘোচানোর চ্যালেঞ্জই পরে গেছে তার সামনে। 

বার্সেলোনা ন্যু ক্যাম্প থেকে সরে এসেছে বছর দুয়েকের জন্য। খেলাটা তাদের আপতকালীন ডেরা অলিম্পিক স্টেডিয়ামে। সে ম্যাচে পিএসজি আসছে নিদেনপক্ষে দুই গোলের ব্যবধানে জয়ের আশা নিয়ে। 

এমন ম্যাচে পিএসজির বিপক্ষে কথা বলছে তাদের ইতিহাস। নিজেদের ইতিহাসে কখনোই দলটা প্রথম লেগে হেরে তা থেকে প্রত্যাবর্তনের গল্প লিখতে পারেনি। সে ইতিহাসটা মনে করিয়ে দিতেই এনরিকে বললেন তার আশাবাদের কথা।

কথাটাকে অবশ্য আশাবাদ বললে ভুল শোনাতে পারে, এনরিকের ভাষ্যে মিশে ছিল তীব্র বিশ্বাস, ‘পিএসজি প্রথম লেগে হারের পর কখনো কামব্যাক করতে পারেনি। তবে কালই সে দিন!’

তবে সময়টা যে বেশ চ্যালেঞ্জিং, তা অকপটে মেনে নিলেন স্প্যানিশ এই কোচ। বললেন, ‘এমন হারের পর, আর এমন একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে… সে ম্যাচের পর দিনগুলো কঠিন ছিল। এ সময় আপনার মানসিক স্থিতি ফিরে পাওয়ার বিষয়টা বেশ কঠিন।’

তবে এনরিকেকে আশা দেখাচ্ছে তার দলের অভিপ্রায়টা। বললেন, ‘তবে ফুটবলের এই বিষয়টা ভালো যে, আপনি একটা ফিরতি সুযোগ পান। আমরা নিশ্চিত আমরা কী করতে চাই, আর আমি মনে করি আমরা বেশ ভালো একটা সময়ে এখানে এসেছি।’

সম্পর্কিত খবর