চ্যাম্পিয়নস লিগ জিতেই পিএসজি ছাড়তে চান এমবাপে
খবরটা পুরনো; মৌসুম শেষেই পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়াবেন কিলিয়ান এমবাপে। সে হিসেবে পিএসজিকে ইউরোপের সেরা ক্লাব বানানোর এটাই শেষ সুযোগ এমবাপের। সেই সুযোগটা কোনো মতেই হারাতে চান না এই ফরাসি তারকা। জোড়া গোল করে বার্সাকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেই স্বপ্নের কথাই শুনিয়েছেন এমবাপে।
বলতে গেলে পিএসজিকে একাই সেমিফাইনালে তুলেছেন এমবাপে। নিজেদের মাঠে ৩-২ গোলে পিছিয়ে পড়লেও বার্সার মাঠে দলকে টেনে তুলেছেন। জোড়া গোল করে দলকে জিতিয়েছেন। দুই লেগ মিলিয়ে যেই ফলটা ৬-৪। শক্তিশালী বার্সার মাঠে প্রত্যাবর্তনের এমন গল্প লেখার পর এমবাপে নিজেও উচ্ছ্বাসিত। জানিয়েছেন পিএসজিকে নিয়ে তার স্বপ্নের কথা।
বলেন, ‘আমি প্যারিসের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন দেখি। প্রথম দিন থেকেই আমি ক্লাবের হয়ে খেলতে পেরে গর্বিত। ওয়েম্বলির ফাইনালে পৌঁছানোর আগে আমাদের আরও একটি ধাপ পার করতে হবে। তাই আমাদের শান্ত থাকতে হবে।’
নিজ দেশের ক্লাবকে প্রতিনিধিত্ব করা নিয়ে এমবাপে বলেন, ‘এই ক্লাবের হয়ে খেলা গর্বের। দেশের রাজধানীর ক্লাবকে প্রতিনিধিত্ব করার বিষয়টি আমার মতো এখানে বেড়ে ওঠা সবার জন্যই বিশেষ। একজন প্যারিসিয়ান হিসেবে এমন একটি মুহূর্তের অভিজ্ঞতা লাভ করা দারুণ ব্যাপার।’
ফাইনাল থেকে আর মাত্র ২ ম্যাচ দূরে পিএসজি। এরপর শিরোপা নির্ধারণী ম্যাচ। যেখানে পিএসজিকে ইউরোপ সেরা করতে শেষ চেষ্টা চালাবেন এমবাপে। তবে এবার না পারলে নিজের নেওয়া সিদ্ধান্ত কোনোভাবেই পরিবর্তন করবেন না তিনি; এমবাপে জানিয়েছেন সেটিও। পিএসজি চ্যাম্পিয়নস ট্রফি জিতলে ভবিষ্যতে নিজের সিদ্ধান্ত পালটাবেন কিনা; এমন প্রশ্নে সোজা ‘না’ বলে দিয়েছেন এই ফরাসি তারকা।