ফুটবল থেকে বিরতি নিতে পারেন ভিনিসিয়ুস
বর্ণবাদের বিষয়টি একটু বেশিই যেন জেঁকে বসেছে বর্তমান সময়ে। তর্ক সাপেক্ষে এটির সবচেয়ে বেশি শিকার রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সম্প্রতি এই ব্রাজিলিয়ান তারকার বর্ণবাদের শিকার নিয়ে মুখ খুলেছেন একাধিকবার। এবার এই বিষয়ে কথা বললেন তার ক্লাব সতীর্থ জুড বেলিংহাম। বর্ণবাদকে গুরুতর সমস্যা হিসেবে অভিহিত করে এমন আচরণ এড়াতে অন্যান্য ফুটবলারদের আরও বেশি সমর্থন প্রয়োজন বলে জানিয়েছেন এই ইংলিশ তারকা মিডফিল্ডার।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগের ম্যাচ আজ রাতে ম্যানচেস্টার সিটির মাঠে নামবে রিয়াল। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বর্ণবাদের বিষয়টি সামনে আসলে এসব জানান বেলিংহাম।
বর্ণবাদের এই বিষয়টি কর্তৃপক্ষও যথাযথ আমলে নেয় না। এবং বিষয়টি এভাবেই চলতে থাক্তলে ভিনিসিয়ুস ফুটবল থেকে বিরতি নিতে পারে বলেও জানান বেলিংহাম।
সেই সংবাদ সম্মেলনে বেলিংহাম বলেন, ‘লা লিগায় বিশেষ করে প্রতিপক্ষের মাঠে এটার (বর্ণবাদ আচরণ) সঙ্গে আমরা প্রায় অভ্যস্ত হয়ে গিয়েছি। এটা একজন খেলোয়াড়ের জন্য ভয়ংকর অভিজ্ঞতা যে বর্ণবাদী আচরণের শিকার হতে হবে।এটা মাথায় রেখেই প্রস্তুতি নিতে হয়। এই ধরণের জঘন্য ব্যাপারটা ঘটা অনুচিত। এখানে কর্তৃপক্ষকে আরও ভূমিকা রাখতে হবে।’
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হয় রিয়ালের মাঠে। সেখানে ম্যাচটি শেষ হয় ৩-৩ ড্রয়ে। এতে সিটির মাঠের ম্যাচটিতে জয়ী দল পৌঁছাবে সেমিতে।