৫৮ বছরে ফুটবলে ফিরলেন রোমারিও
১৫ বছর আগে সবশেষ পেশাদার ফুটবল খেলেছিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোমারিও। এরপর বুটজোড়া তুলে রেখেছিলেন তিনি। তবে এবার ৫৮ বছর বয়সে সে অবসর ভেঙে ফুটবল আঙিনায় ফিরলেন তিনি।
অবসর ভেঙে অবশ্য এর আগেও একবার ফিরেছিলেন তিনি। ২০০৮ সালে নেওয়া অবসরটা ভেঙেছিলেন পরের বছরই। প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করতে রিও ডি জেনিরোর ক্লাব আমেরিকা আরজের হয়ে খেলেছিলেন একাধিক ম্যাচে।
এবার যে তিনি অবসর ভেঙে ফিরছেন তিনি, তার পেছনেও কাজ করছে পরিবারের পিছুটান।
কারণটা অনেকটা আগেরবারের মতোই। এবার তিনি বুটজোড়ায় পা গলালেন ছেলের স্বপ্ন পূরণ করতে।
রোমারিও ২০০৯ সালে যে ক্লাবে অবসর ভেঙে ফিরে খেলেছিলেন, তিনি নিজে এখন সেই আমেরিকা আরজের ক্লাব সভাপতি। গত মাসে ক্লাবটি দলে ভিড়িয়েছে তার ছেলে রোমারিনিওকে। ৩০ বছর বয়সী ছেলের সঙ্গে খেলার স্বপ্ন ছিল তার। সেটা পূরণ করতেই ক্লাবটির হয়ে রিও ডি জেনিরোর স্টেট ফুটবল লিগের দ্বিতীয় বিভাগের টুর্নামেন্টে বেশ কয়েকটি ম্যাচ খেলবেন রোমারিও।
ক্লাবটির সভাপতি হিসেবে আলাদাভাবে বেতন পেয়ে থাকেন তিনি। তবে খেলোয়াড় হিসেবেও বাড়তি বেতন নিতে হবে রোমারিওকে। খেলোয়াড়দের চুক্তিনামায় পারিশ্রমিকের অঙ্কের উল্লেখ থাকাটা বাধ্যতামূলক। মূলত সে কারণেই বেতনটা নেওয়া। তবে তিনি জানিয়েছেন, সে অর্থ তিনি দান করবেন ক্লাবেই।