কপাল পুড়ল বার্সার, সোনায় সোহাগা আতলেতিকো

কপাল পুড়ল বার্সার, সোনায় সোহাগা আতলেতিকো

একেই বলে সোনায় সোহাগা। নয়তো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পরও কেন এত বড় সুসংবাদ পাবে আতলেতিকো মাদ্রিদ। সুযোগ মিলবে ফিফা ২০২৫ ক্লাব বিশ্বকাপে। আর চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর কেনই বা কপাল পুড়বে বার্সেলোনার। শুধু যে ক্লাব বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বার্সা তা নয়; এই টুর্নামেন্টে না খেলতে পেরে কমপক্ষে ৫০ মিলিয়ন ইউরো পাওয়া হচ্ছে না তাদের।

অথচ, দু’দল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার থেকে বাদ পড়েছিল। বাদ পড়লেও গোল ব্যবধানে বার্সার থেকে কিছুটা এগিয়ে ছিল আতলেতিকো। দুই লেগ মিলিয়ে বার্সা যেখানে পিএসজির বিপক্ষে ৬-৪ ব্যবধানে হেরেছে সেখানে আতলেতিকো বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হেরেছে ৫-৪ গোলে। আর এই হিসেবেই কপাল পুড়েছে বার্সার। অন্যদিকে কপাল খুলেছে আতলেতিকোর। মিলেছে ফিফা ক্লাব বিশ্বকাপের টিকিট।

মূলত, আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্রে গড়াবে ক্লাব বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ৩২টি দল। ইউরোপ থেকে খেলবে ১২টি, লাতিন আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও নর্থ-সেন্ট্রাল আমেরিকা থেকে ৪টি করে দল থাকবে ক্লাব বিশ্বকাপে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের।

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরসহ গত তিন আসরের শিরোপাজয়ীরা সরাসরি খেলবে এই টুর্নামেন্টে। একই সময়ে চ্যাম্পিয়ন্স লিগের ফলাফলের ভিত্তিতে একটি র‍্যাঙ্কিং করেছে ফিফা। যেখানে এগিয়ে থাকা দলগুলো হবে তাদের সঙ্গী।

এরই মধ্যে ইউরোপের ১২ দলের ১১টি নিশ্চিত হয়ে গেছে। গত তিন মৌসুমে ইউরোপ সেরার মুকুট জিতে জায়গা নিশ্চিত করেছে চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। আর র‍্যাঙ্কিংয়ের হিসেবে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, বরুশিয়া ডর্টমুন্ড, বেনফিকা, জুভেন্টাস ও আতলেতিকো মাদ্রিদ।

সম্পর্কিত খবর