কিমিখের ওই এক গোলেই আর্সেনালকে থামিয়ে সেমিতে বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়নস লিগে সবশেষ কোনো জার্মান ক্লাব হিসেবে বায়ার্ন মিউনিখ শিরোপা জিতেছিল বছর চারেক আগে ২০১৯-২০ মৌসুমে। এরপরের তিন আসরে টুর্নামেন্টের সেমি পর্যন্তও আসতে পারেনি কোনো জার্মান ক্লাব। তবে সেই খরা কাটিয়ে এবারের ২০২৩-২৪ মৌসুমে যেন জার্মানদের জয়জয়কার। আগের দিনে কোয়ার্টার-ফাইনালে ফিরতি লেগের ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে সেমিতে পৌঁছায় বুরুশিয়া ডর্টমুন্ড। এবার আরেক জার্মান ক্লাব বায়ার্নও ধরল সেই পথ। গত রাতের ফিরতি লেগের ম্যাচে জশুয়া কিমিখের একমাত্র গোলে ইংলিশ জায়ান্ট আর্সেনালকে ১-০ ব্যবধানে হারিয়ে সেমিতে পৌঁছাল টমাস তুখেলের দল। এতে শেষ চারে দুই দলই জার্মান শীর্ষ লিগ বুন্দেসলিগার। খেলবেও আলাদা দুটি সেমির ম্যাচেই।
ঘরের মাঠে গানারদের বিপক্ষে বায়ার্নের ১-০ ব্যবধানের এই জয়ে দুই লেগ মিলিয়ে ফলাফল দাঁড়ায় ৩-২। আগের লেগে আর্সেনালের মাঠে ২-২ ড্রয়েই যেন অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল বায়ার্নের সেমির টিকিট। তবে তা পাকাপোক্ত করতে বেশ ঘাম ঝরাতে হয়েছে জার্মান জায়ান্টদের। টানা ১১ মৌসুমে বুন্দেসলিগার শিরোপা দখলে রাখার পর চলমান আসরে বায়ার লেভারকুসেনের কাছে সেটি হারায় বায়ার্ন। সেই ধাক্কা থেকে কিছুটা সামলে উঠতে ইউরোপ সেরার লড়াইয়ে এই জয় কিছুটা হলেও সাহায্য করবে দলটিকে।
এদিকে পিমিয়ার লিগে সবশেষ অ্যাস্টন ভিলার কাছে ২-০ ব্যবধানে হেরে লিগ শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়েছে মিকেল আর্তেতার দল। সেই রেশ কাটতে না কাটতেই চ্যাম্পিয়ন লিগেও হতাশ হতে হলো আর্সেনালকে।
গত রাতের ম্যাচটিতে হওয়া একমাত্র গোলটি এসেছে দ্বিতীয়ার্ধে এসে ৬৩তম মিনিটে। গেরেইরোর ক্রস থেকে দারুণ এক হেডের জালের ঠিকানা খুঁজে নেন জার্মান মিডফিল্ডার কিমিখ। ম্যাচের বাকি সময় দুই দল লড়েছে সমান তালে। সমান তিনটি শট লক্ষ্য, বল দখল প্রায় সমান, তবে শেষ হাসি ঘরের মাঠের দলেরই।
শেষ আটের লড়াই জিতে ফাইনালের ওঠার লড়াইয়ে বায়ার্ন এবার খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এদিকে আরেক জার্মান ক্লাব ডর্টমুন্ডের লড়াই পিএসজির সঙ্গে।