চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ৫ ইতালিয়ান দল
ইউরোপে একটা সময় ইতালিয়ান সিরি আ ছিল সবার সেরা। কালের বিবর্তনে তা হারিয়ে গিয়েছিল মাঝে। তবে সে সময়টাকে পেছনে ফেলে আবারও মাথা তুলে দাঁড়াচ্ছে ইতালিয়ান এই লিগ। চ্যাম্পিয়ন্স লিগে আগামী মৌসুমে দল বেড়ে গেল তাদের। ৫টি ইতালিয়ান দল খেলবে ইউরোপসেরার মঞ্চে।
এবারের মৌসুমে উয়েফার টুর্নামেন্টগুলোতে দারুণ খেলছে ইতালিয়ানরা। তারই সুবাদে উয়েফা কোএফিসিয়েন্ট স্ট্যান্ডিংয়ের দ্বিতীয় স্থানে চলে এসেছে সিরি আ।
রোমা আর আতালান্তার দুই দলই ইউরোপা লিগের সেমিফাইনালে চলে গেছে গতকাল। এরপর ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালেও চলে গেছে ইতালিয়ান আরেক দল ফিওরেন্তিনা।
দলগুলোর এমন পারফর্ম্যান্সের ফলে ১৯.৪২৮ কোএফিসিয়েন্ট পয়েন্ট নিয়ে জার্মানি আর ইংল্যান্ডকে টপকে গেছে সিরি আ। জার্মানির পয়েন্ট ছিল ১৭.৯২৮ আর ইংল্যান্ডের ১৭.৩৭৫। তারই ফলে আগামী মৌসুমে একটা বাড়তি ইতালিয়ান দল খেলবে চ্যাম্পিয়ন্স লিগে।
আগামী মৌসুমে আগামী মৌসুমে এমনিতেও দল বেড়ে যাচ্ছে। ৩৬ দল নিয়ে গ্রুপ পর্ব মাঠে গড়াবে ২০২৪-২৫ মৌসুম থেকে। ৩২ দলের চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাটের এবারই শেষ মৌসুম।