লেজার কাণ্ডে ১১ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক 

লেজার কাণ্ডে ১১ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক 

মেক্সিকান ক্লাব টাইগ্রেস অব নুভো লিওনের হয়ে খেলেন আর্জেন্টাইন গোলরক্ষক নাহুয়েল গুজমান। হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া চলায় আপাতত মাঠের বাইরে আছেন এই ৩৮ বছর বয়সী ফুটবলার। তবে মাঠে না নেমেই বড় শাস্তির মুখে পড়লেন তিনি। মেক্সিকান ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা লিগা এমএক্সে মন্টেরির বিপক্ষে তার দলের ম্যাচ চলাকালের স্ট্যান্ড থেকে বিপক্ষে দলের গোলরক্ষকের দিকে লেজার লাইট মারার দায়ে ১১ ম্যাচ নিষিদ্ধ হন গুজমান। 

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে গুজমানের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে লিগা এমএক্স কর্তৃপক্ষ। 

গত শনিবার সেই ম্যাচটির প্রথমার্ধে মন্টেরি গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদাসহ অন্যান্য ফুটবলারের দিকেও লেজার লাইট মারেন গুজমান। পরে মন্টেরির স্পোর্টস প্রেসিডেন্ট এমন কাণ্ডে ক্ষুব্ধ হয়ে তার কাছ কাছ থেকে লেজারটি কেড়ে নেন। পরে অবশ্য এমন কাজের জন্য ক্ষমা চেয়েছেন গুজমান। 

সেই ম্যাচটি শেষ পর্যন্ত ৩-৩ ড্রয়ে শেষ হয়েছিল। এদিকে নিষেধাজ্ঞা ছাড়াও জরিমানার বিকল্প হিসেবে গুজমানকে কিছু অনির্দিষ্ট সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত থাকতে হবে। 

সম্পর্কিত খবর