জার্মানির কোচ হয়েই থাকছেন নাগলসমান

জার্মানির কোচ হয়েই থাকছেন নাগলসমান

বায়ার্ন মিউনিখ থেকে জার্মানির কোচ হওয়ার পর জুলিয়ান নাগলসমানের শুরুটা হয়েছিল ভয়াবহ। তুর্কি ও অস্ট্রিয়ার মতো দলের বিপক্ষেও হারতে হয়েছে। এরপর অবশ্য তার শিষ্যরা হারিয়ে দিয়েছে ফ্রান্স ও নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলকে। আর তাতেই জার্মানিকে বড় স্বপ্ন দেখছেন নাগলসমান। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত জার্মানিকে কোচিং করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে গত কদিন ধরেই শুনা যাচ্ছিল জার্মানির দায়িত্ব ছেড়ে পুনরায় বায়ার্ন মিউনিখের হাল ধরবেন তিনি। কেননা, গত ১১ মৌসুম পর এবারই প্রথম বুন্দেসলিগায় শিরোপা হাতছাড়া করেছে বায়ার্ন মিউনিখ। তাই গুঞ্জন রয়েছে মৌসুম শেষেই দায়িত্ব হারাতে বসছেন থমাস টুখেল। আর সেই জায়গাতেই দায়িত্ব নেবেন নাগলসমান।

তবে শেষ পর্যন্ত সেটি গুঞ্জন হিসেবেই থেকেছে। জাতীয় দলের কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন নাগলসমান। ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত জার্মানির সঙ্গে থাকবেন তিনি। শুক্রবার এমন ঘোষান এসেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

চুক্তির মেয়াদ বাড়ানোয় খুশি নাগলসমান। বলেন, ‘এটি মন থেকে নেয়া সিদ্ধান্ত। জাতীয় দলকে প্রশিক্ষণ দিতে পারা এবং দেশের সেরা খেলোয়াড়দের সাথে কাজ করতে পারাটা অনেক সম্মানের। সফল ও দারুণ পারফরম্যান্সের মাধ্যমে আমাদের পুরো দেশকে অনুপ্রাণিত করার সুযোগ রয়েছে।’

তার অধীনেই ঘরের মাঠে ইউরো খেলবে জার্মানি। যা নিয়ে নাগলসমান বলেন, ‘মার্চে ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি জয় সত্যিই আমার হৃদয় ছুঁয়েছে। আমরা একসাথে একটি সফল হোম ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ খেলতে চাই এবং সত্যিই আমার দলকে নিয়ে বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

সম্পর্কিত খবর