ভয়ের কারণ রোহিত, দ্বিধায় সাকিব
বিশ্বকাপের চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয়ের খোঁজে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। যে ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ম্যাচে নামার আগ মুহূর্তে। অন্যদিকে দারুণ ফর্মে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সবশেষ তিন ম্যাচের দুটিতেই তার ব্যাটে জয় রচিত হয়েছে ভারতের। আগ্রাসী ব্যাট চালিয়ে প্রতিপক্ষের পরিকল্পনা ভেস্তে দিয়েছেন তিনি। আরও একবার তার ব্যাটেই স্বপ্ন বুনছে ভারত।
ভারত ম্যাচের আগে বাংলাদেশ দলের বড় দুশ্চিন্তার নাম ওপেনিং। এখন পর্যন্ত হওয়া তিনটি ম্যাচের কোনটিতেই দারুণ কিছু করে দেখাতে পারেনি ওপেনাররা। তাই এ ম্যাচে সাকিব ফিরলে ওপেনিংয়ে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ব্যাটিং পজিশনে বদল আসায় নাজমুল শান্ত ও তাওহীদ হৃদয়ও প্রত্যাশা পূরণ করতে পারছে না। সব মিলিয়ে ছন্নছাড়া ব্যাটিংই বেশি ভোগাচ্ছে বাংলাদেশকে। পাওয়ার প্লেতে দ্রুত উইকেট তুলে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারছে না তাসকিন-শরীফুলরাও। সব মিলিয়ে বাংলাদেশের সমস্যার জায়গায় কমতি নেই। এরপরও ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। কেননা, কোনো ক্রমে এই ম্যাচটি হাতছাড়া হয়ে গেলে সেমিফাইনালের স্বপ্ন অনেকটাই কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য।
ভারত অবশ্য সেই সুযোগ দিতে চায় না বাংলাদেশকে। এ ম্যাচ জিতে টানা চতুর্থ জয় তুলে সেমিফাইনালের পথে পা বাড়াতে চায় তারা। দারুণ ছন্দে রয়েছে দলটির ব্যাটাররা। রোহিতের ব্যাটে উড়ছে ভারত। টপ অর্ডার এমন ব্যাট করছে যে মিডল ও লোয়ার অর্ডারের ব্যাট করতে হয়নি এখনও। তাছাড়া বোলিংয়েও বেশ ঝলক দেখাচ্ছে কুলদীপ ও বুমরাহরা। তাদের আগ্রাসী বোলিংয়ে সুবিধা করতে পারছে না কোনো দল।
সব মিলিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ভারতকে হারাতে বেশ কসরত করতে হবে বাংলাদেশকে। তবে সেই চ্যালেঞ্জটা নিতেই আজ দুপুর আড়াইটায় পুনেতে মাঠে নামতে চায় বাংলাদেশ।