কনফারেন্স লিগের সেমির প্রথম লেগে থাকছেন না মার্তিনেজ
জোড়া হলুদ কার্ডেও লাল কার্ড না দেখা আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে শেষমেশ শাস্তির মুখ দেখতেই হলো। ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে লিলের বিপক্ষে টাইব্রেকারে এই মার্তিনেজের নৈপুণ্যেই জয় তুলে সেমিতে পৌঁছায় অ্যাস্টন ভিলা। তবে সেমিতে অলিম্পিয়াকোশের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে পাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
ইউরোপীয় যেকোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে এক ম্যাচের জন্য মার্তিনেজকে নিষিদ্ধ করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এতেই সেমির প্রথম লেগের ম্যাচে খেলা হচ্ছে না তার।
লিলের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচটিতে জোড়া হলুদ কার্ড দেখেও কেন লাল কার্ড দেখতে হয়নি মার্তিনেজকে এ নিয়ে শুরু হয়েছিল জল্পনা-কল্পনা। তবে সেই জোড়া হলুদ কার্ড বা কোনো আচরণজনিত বিষয়ের জের ধরে নয়, শেষ আটের দুই লেগের ম্যাচ মিলিয়ে মোট তিনটি হলুদ কার্ড দেখায় এই নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে মার্তিনেজকে।
লাল কার্ড না পাওয়ার রহস্যের গেরো ইতিমধ্যেই অবশ্য খুলেছে। ম্যাচের মূল সময়ে প্রথম হলুদ কার্ডের পর টাইব্রেকারে যেয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মার্তিনেজ। উয়েফার নিয়ম অনুযায়ী টাইব্রেকারে হলুদ কার্ড খেলে তা মূল ম্যাচের ৯০ এবং অতিরিক্ত ৩০ মিনিটে কোনো কার্ডের সঙ্গে যোগ হয় না। এতে সে যাত্রায় বেঁচে যান তিনি। তবে আগের লেগের আরও একটি হলুদ কার্ড খাওয়ায় সব মিলিয়ে এবার এক ম্যাচ ডাগ আউটেই কাটাতে হচ্ছে তাকে। এদিকে লিলের বিপক্ষে শেষ আটের প্রথম লেগের ম্যাচে ২-১ ব্যবধানে জিতলেও ফিরতি লেগের ম্যাচের ১২০ মিনিটে ঠিক ২-১ ব্যবধানে পিছিয়ে থাকে অ্যাস্টন ভিলা। এতে ৩-৩ ব্যবধানে ড্র হওয়ায় ম্যাচ যায় টাইব্রেকারে। সেখানে আরও একবার পেনাল্টি শ্যুটআউটে নিজেকে প্রমাণ করেন মার্তিনেজ। দুটি শট ঠেকিয়ে দলকে ৪-৩ ব্যবধানে এনে দেন জয়।
অলিম্পিয়াকোসের বিপক্ষে অ্যাস্টন ভিলার সেমির প্রথম লেগের ম্যাচটি আগামী ২ মে, ফিরতি লেগের ম্যাচটি ৯ মে।