সেমিতে চেলসির বিপক্ষে অনিশ্চিত হালান্ড
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল, এফএ কাপের সেমি-ফাইনাল ও প্রিমিয়ার লিগের লিভারপুল-আর্সেনালের ট্র্যাক হারানোর রাউন্ডে ম্যানচেস্টার সিটির শীর্ষে ওঠা। সব মিলিয়ে ‘ডাবল’ ট্রেবলের স্বপ্ন দেখছিল সিটিজেনরা। তবে দিন দুয়েক আগে চ্যাম্পিয়ন লিগের শেষ আটের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে সেই স্বপ্ন হয়েছে ভঙ্গ। সামনে নিজেদের রাজত্ব ধরে রাখার দুই অপশন প্রিমিয়ার লিগ ও এফএ কাপ।
চ্যাম্পিয়নস লিগে বিদায়ের ধাক্কা সামলে উঠে পেপ গার্দিওলার দলের এখন চাই এফএ কাপের সাফল্য। তবে টুর্নামেন্টটির সেমিতে চেলসির বিপক্ষে মাঠে নামার আগেই দলটির নরয়েজীয় তারকা আর্লিং হালান্ডের খেলা নিয়ে দাঁড়িয়েছে শঙ্কা।
রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচটি সিটির মাঠে হলেই ম্যাচটিতে সিটিজেনদের আক্রমণভাগে শক্ত পরীক্ষা নিয়েছে রিয়ালের রক্ষণ। বিশেষ করে হালান্ডকে বেশিরভাগ সময় আটকে রাখেন আন্তনিও রুডিগার। বাকিরাও সেভাবে কোনো শটের সুযোগই তৈরি করতে দেয়নি হালান্ডকে। এতে মূল ৯০ মিনিট শেষে তাকে তুলে নেন গার্দিওলা। তবে গোলের সুযোগে ব্যর্থ হওয়াতে না, চোটের কিছুটা অস্বস্তিতে থাকায় মাঠ ছাড়েন সাবেক বুরুশিয়া ডর্টমুন্ডের এই স্ট্রাইকার।
তবে হালান্ডের সেই চোট গুরুতর নয়। চেলসির বিপক্ষে ম্যাচের আগে গতকালের সংবাদ সম্মেলনে হালান্ডের চোট নিয়ে গণমাধ্যমকে জানান সিটি বস গার্দিওলা। সেখানে তিনি বলেন, ‘সেই ম্যাচটা (চ্যাম্পিয়নস লিগে রিয়ালের বিপক্ষে) খুব কঠিন ছিল। দুই দলই ১২০ মিনিট লড়াই করেছে। আর্লিং (হালান্ড) মাংসপেশিতে টান পেয়েছে। এ কারণেই সে খেলা না চালিয়ে যাওয়ার কথে বলেছিল। যা-ই হোক, আমরা ম্যাচের দিন ওর পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব।’
এদিকে ম্যাচটিতে অস্বস্তিতে দেখা যায় কেভিন ডি ব্রুইনাকেও। তাকেও আগেই তুলে নেন গার্দিওলা। তবে বেলজিয়ান এই মিডফিল্ডার এখন ঠিক আছেন বলে জানান গার্দিওলা।
ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টা মিনিটে এফএ কাপের ফাইনালে ওঠার লড়াইয়ের ম্যাচে নামবে সিটি ও চেলসি। এদিকে দ্বিতীয় সেমিতে আগামীকাল কভেন্ট্রির বিপক্ষে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।