আবারও শীর্ষস্থান দখল করলো আর্সেনাল
‘দলের পারফরম্যান্স, ফলাফল ও ক্লিনশিট রাখাটা আমাকে খুবই খুশি করেছে। বিশেষ করে দল যেভাবে এক হয়ে খেলার মনোভাব দেখিয়েছে, সেটি এই মুহুর্তে খুব বেশি প্রয়োজন।‘- প্রিমিয়ার লিগের ম্যাচে উলভসকে ২-০ গোলে হারানোর পর এমনটাই বলেছেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। লিগ শিরোপার দৌড়ে আবারও এগিয়ে গিয়ে বেশ খুশি আর্সেনাল।
প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের শিরোপার জন্য আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে চলছে ত্রিমুখী লড়াই। এই দৌড়ে কেউ কাউকে ছাড় দিচ্ছে না একবিন্দুও। গতরাতে উলভসে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট আদায় করেছে গানাররা। এতে ৭৪ পয়েন্টের সঙ্গে শীর্ষে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্টের সঙ্গে সিটি আছে দুইয়ে এবং তিনে লিভারপুল, তাদের পয়েন্ট ৭১।
দিন চারেক আগে বায়ার্ন মিউনিখের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। সেই হতাশা কাটিয়ে এবার প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দিকেই মনোযোগ দিতে চায় দল।
আর্সেনালের জয়ের রাতে দলের হয়ে গোল করেছেন লিয়ান্দ্রো ট্রোসার্ড এবং মার্টিন ওডেগার্ড। পুরো ম্যাচ জুড়েই একক আধিপত্য দেখিয়েছে আর্তেতার শিষ্যরা। এতে দলের খেলোয়াড়দের ওপর সন্তুষ্ট তিনি। এভাবে খেলতে থাকলে লিগ শিরোপা তুলে ধরতে বেশি অপেক্ষা করতে হবে না বলে মনে করেন তিনি।
ম্যাচ জয়ের পর আর্তেতা বলেছেন, ‘আপনি যদি গত কয়েক সপ্তাহে আমাদের খেলা দেখেন, তাহলে বুঝবেন যে আমদের খেলার ধরণ এবং মনোভাব শীর্ষ মানের। দল জিততে চায়, তারা তাদের সেরাটা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় এবং তাদের প্রচেষ্টা চলমান। আমি দলের দৃষ্টিভঙ্গি এবং মানসিকতার জন্য সত্যিই খুশি।‘