রিয়ালের বিপক্ষে মৌসুমের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ ম্যাচ বার্সার
রিয়াল মাদ্রিদ ৮ পয়েন্টে এগিয়ে আছে এখন। ঠিক এই পরিস্থিতিতে আজ বার্সেলোনা যাবে তাদের ডেরায়, মৌসুমের শেষ এল ক্লাসিকোয় খেলতে। এমন পরিস্থিতিতেও বার্সা কোচ জাভি এর্নান্দেজ আশা ছাড়ছেন না। তার চোখে এই ম্যাচটা তাদের মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।
৩১ ম্যাচে ৭০ পয়েন্ট পকেটে পুরেছে বার্সা। আর রিয়ালের সংগ্রহ ৭৮ পয়েন্ট। এই পরিস্থিতিতে আজ বার্সেলোনা সান্তিয়াগো বের্নাবিউ জয় করে ফেললে ব্যবধানটা নেমে আসবে ৫ পয়েন্টে। কোচ জাভি চান সেটাই। তিনি বলেন, ‘কাল আমাদের সামনে সুযোগ এসেছে লা লিগায় ব্যবধানটা কমানোর। তাই এটা মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে পরিণত হয়েছে।’
রিয়াল এই ম্যাচে আসছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার নিশ্চিত করে। ঠিক আগের ম্যাচটাতে তারা হারিয়েছে গেল বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে। ওই জয়ের ফলে রিয়াল মাদ্রিদের মনোবল আরও শক্তিশালীই হবে বলে মনে করছেন জাভি।
তিনি বলেন, ‘আমরা কঠিন এক মাদ্রিদকে পাচ্ছি সামনে। বিশ্বের সবচেয়ে কঠিন দলকে, ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এসেছে তারা, তার পর তো অবশ্যই। তাদের উচ্ছ্বাসটা এখন আকাশছোঁয়া; প্রতিপক্ষ হিসেবেও তারা বেশ শক্তিশালী।’
এদিকে বার্সেলোনা এই ম্যাচে আসছে পিএসজির কাছে ঘরের মাঠে হারের দগদগে ঘা নিয়ে। তবে সে স্মৃতিটা পেছনেই ফেলে এসেছে তার দল, দাবি জাভির, ‘আজ আমরা ভালোভাবে অনুশীলন করেছি। পিএসজির কাছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটার স্মৃতি গতকালই ফেলে এসেছি আমরা। এই দলটা এখন লিগের জন্য লড়তে মরিয়া।’
সে ম্যাচের পর ইলকায় গুন্দোয়ান প্রকাশ্যে সমালোচনা করেছিলেন ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর। এরপর উরুগুইয়ান এই ডিফেন্ডারও তার জবাবটা দিয়েছিলেন গণমাধ্যমে কথা বলে। যা ইঙ্গিত দিচ্ছে দলটার ড্রেসিংরুমে অশান্তির। তবে জাভি জানালেন, সেটার সমাধানও বের করে ফেলেছে বার্সা।
তিনি বলেন, ‘গুন্দোয়ানের বিতর্কটা? সেটার সমাধান হয়ে গেছে। আমরা একে অপরকে ভালোভাবেই বুঝি। আমরা নিজেদের মধ্যে কথা বলে সমাধান করে নিয়েছি।’
কৌশল নিয়ে কথা বলতে গিয়ে কোচ জাভি জানালেন, শুরুতেই মাদ্রিদকে ধাক্কা দেওয়ার লক্ষ্যের কথা। তার ভাষ্য, ‘আজ আমরা এই বিষয়ে কথা বলেছি। প্রত্যেকটা অর্ধের শুরুর দিকে মাদ্রিদ ধাক্কা দিতে চাইবে। তারা নিজেদের মাঠে খেলবে। আমাদের সাহসী হতে হবে। নিজেদের ব্যক্তিত্ব জাহির করার এটাই সেরা মঞ্চ। এই খেলার জন্য আমরা দারুণভাবে প্রস্তুত। আমার মনে হয় আমরা একটা ভালো ম্যাচ খেলে জিততেও পারব। প্রথম কিছু মিনিট খুব গুরুত্বপূর্ণ হবে। ঠাণ্ডা মাথায় খেলাটাকে সামলাতে হবে, প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে হবে।’
‘গেল মৌসুমে আমরা যখন লিগের শীর্ষে, সেই পরিস্থিতি থেকে আমরা চার পয়েন্ট কম নিয়ে আছি এখন। দুর্দান্ত একটা দলের বিপক্ষে লড়তে আমাদের যা যা করা দরকার, তাই করব।’