‘আইসিং অন দ্য কেক’ চায় রিয়াল

‘আইসিং অন দ্য কেক’ চায় রিয়াল

মেজর ডাবল। লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ একই মৌসুমে জেতার কীর্তি। এমন কীর্তি নিজেদের ইতিহাসে ৪ বার গড়েছে রিয়াল মাদ্রিদ। এই তো এক মৌসুম আগেও নজির দেখিয়েছিল লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ জিতে, আরও একবার তার দুয়ারে এসে দাঁড়িয়েছে দলটা। 

আজ বার্সেলোনার বিপক্ষে মৌসুমের দ্বিতীয় ও শেষ এল ক্লাসিকোয় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তার ঠিক আগে কোচ কার্লো অ্যানচেলত্তি জানালেন, তার দল লা লিগা জয়ের আরও কাছে চলে যেতে চায়। সেটা হলে দলটা আরও একটু কাছে চলে যাবে মেজর ডাবল জেতারও। 

এই এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদ আছে লা লিগার শীর্ষে। ৭৮ পয়েন্ট নিয়ে তারা দুইয়ে থাকা বার্সেলোনার চেয়ে এগিয়ে আছে ৮ পয়েন্টে। এই ম্যাচটা জিতে গেলেই দলটা এগিয়ে যাবে ১১ পয়েন্টে। এরপর বাকি থাকবে আর মাত্র ছয় ম্যাচ। এই কয় ম্যাচ থেকে এত বড় পয়েন্টের লিড খোয়ানো প্রায় অসম্ভবের কাছাকাছি কিছুই। তাই এই ম্যাচের ওপরই অনেকটা নির্ভর করছে রিয়ালের লিগ জেতার আরও কাছে চলে যাওয়া। কোচ কার্লো অ্যানচেলত্তি চাইছেন সেটাই। 

তিনি বলেন, ‘লা লিগা জেতার আরও কাছে চলে যাওয়ার দারুণ সুযোগ আমাদের সামনে। আমরা জানি কাজটা কঠিন, কারণ বার্সেলোনা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা দল। ক্লাসিকোর মতো ক্লাসিকোই হবে, যেখানে কঠিন লড়াই হবে, ম্যাচটা হবে সমানে সমানে লড়াই।’

এরপরই চলে এল মেজর ডাবলের প্রসঙ্গটা। সে নিয়ে অ্যানচেলত্তির অভিমত, ‘কেকটা তৈরিই আছে, আমাদের এই মাসে কেবল তার ওপর চেরিটা বসিয়ে দিতে হবে।’

সম্পর্কিত খবর