গোললাইন বিতর্কে যা বললেন জাভি

গোললাইন বিতর্কে যা বললেন জাভি

স্প্যানিশ লা লিগায় গত রাতের এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনটি ক্লাসিকোর তিনটিতেই জিতল তারা। তবে গত রাতের ম্যাচটির পর রিয়ালের জয় এড়িয়ে যেই বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত তা হলো গোললাইন বিতর্ক।

ম্যাচ তখন ১-১ ব্যবধানের সমতায়। ২৮তম মিনিটে রাফিনিয়ার ক্রসে থেকে পাওয়া বলে লামিনে ইয়ামালের দেওয়া হালকা টোকা কোনোমতে সামলান রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন। তবে সেখানে বার্সার দাবী, বল পেরিয়েছে গোললাইন। একাধিকবার ভিএআর রিপ্লে দেখে শেষ পর্যন্ত ফলাফল রিয়ালের পক্ষে, বল পেরোয়নি গোললাইন।

ম্যাচটি বার্সার জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। আসরে শিরোপা ধরে রাখার লড়াইয়ে টিকে থাকতে হলে ম্যাচটিতে জয় দরকার ছিল কাতালানদের। তবে এই হারে শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে তারা। শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান হয়ে দাঁড়িয়েছে ১১।

সেই গোললাইন বিতর্কে গোল না পাওয়ার বিষয়টি যেন কোনভাবেই মানতে পারছেন না বার্সা কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচ শেষে জানালেন এ নিয়ে তার প্রতিক্রিয়া। এর আগে একাধিক বিতর্কের জের ধরে সমালোচিত ও মাঠের শাস্তির মুখ দেখতে হয়েছিল জাভিকে। এ ম্যাচে তাই গোললাইন বিতর্ক নিয়ে মাঠে কিছুই বলেননি তিনি। তবে ম্যাচ শেষে ঝেড়েছেন ক্ষোভ। 'রেফারি সম্পর্কে আমার কিছু বলার দরকার নেই। কী হয়েছে সবাই দেখেছে। আমি কিছু বললে আমাকে শাস্তি দেবে।'

তবে সেই সিদ্ধান্তে বার্সা পুরোপুরি অবিচারের শিকার হয়েছে বলেও জানান জাভি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কেবল লা লিগাতেই নেই গোললাইন প্রযুক্তি। তাই লিগকে সামনে এগিয়ে এসব প্রযুক্তি ব্যবহারের কথাও জানিয়েছেন সাবেক বার্সা ও স্পেনের এই তারকা।

সম্পর্কিত খবর