‘মুশফিক ব্যাংকের মতো কিন্তু তাতে লাভ হচ্ছে না দলের’
বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে আজ পুনেতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। স্বাগতিকরা নামে ভারে এগিয়ে থাকলেও জয় পেতে মরিয়া বাংলাদেশ। এদিকে টানা চতুর্থ জয় তুলে সেমির পথে আরেক ধাপ এগিয়ে যেতে চায় রোহিত শর্মার দল। তাছাড়া সবশেষ দেখায়ও বাংলাদেশের বিপক্ষে হেরেছে তারা। তাই সাবধান থাকতেই হচ্ছে ভারতকে।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। ম্যাচে রাখতে পারছেন না কার্যকর ভূমিকা। মিডল অর্ডার রান পেলেও টপ অর্ডারের ব্যর্থতার কারণে বড় সংগ্রহ দাড় করানো যাচ্ছে না। ফল ম্যাচ হারছে বাংলাদেশ। যদিও নিয়মিতই মিডল অর্ডারে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
ভারত ম্যাচের আগে মুশফিককে নিয়ে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপরা বলেন, ‘যদি আমরা বাংলাদেশের টপ অর্ডার দেখি, দুই ওপেনার তেমন ভালো করতে পারেনি। লিটন দাস এক ম্যাচে ভালো খেলেছে। তিন ম্যাচের মধ্যে তারা দুটি হেরেছে। মুশফিক অবশ্য রান করছেন, তিনি একটি ব্যাংকের মতো, কিন্তু তাতে দলের কোনো লাভ হচ্ছে না। এর কারণ দলটি যৌথভাবে তেমন ভালো করছে না।’
ভারত দারুণ ছন্দে থাকলেও এ ম্যাচেও ভারতের ব্যাটারদের সমস্যার কারণ হতে পারে বাংলাদেশি পেসাররা; এমনটাই মনে করেন আকাশ চোপরা, ‘বাংলাদেশ দলে শালীন ফাস্ট বোলার রয়েছে। শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে দেখতে পাবেন। মেহেদি হাসান মিরাজের অফ স্পিন এই পিচে তেমন কাজ করবে না। সাকিব আল হাসান রক্ষণাত্মক বল করবেন। তবে তিন ফাস্ট বোলার ভারতকে সমস্যায় ফেলতে পারে।’