হিট ওয়েভে বদলে গেল দেশের ফুটবল সূচি

হিট ওয়েভে বদলে গেল দেশের ফুটবল সূচি

শেষ চার দিন ধরে দেশ পুড়ছে তীব্র দাবদাহে। হিট ওয়েভ চলছে। যা চলবে অন্তত আগামী সপ্তাহের শুরু পর্যন্ত, জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। 

এই হিট ওয়েভের প্রভাব এবার এসে পড়ল দেশের ফুটবলে। চলমান দাবদাহকে আমলে নিয়ে ঘরোয়া সূচিতে পরিবর্তন এনেছে বাফুফে।

পরিবর্তনটা এসেছে দেশের ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে। প্রতিযোগিতার শেষ রাউন্ড মাঠে গড়াবে আগামী মঙ্গলবার ও বুধবার। সেই দুই ম্যাচ দিবসের খেলাগুলোর সূচি বদলে দেওয়া হয়েছে আজ। 

বিসিএলের ম্যাচগুলো মাঠে গড়ায় ঢাকার কমলাপুর স্টেডিয়ামে। সেখানে আগামীকাল ও পড়শু ম্যাচগুলো মাঠে গড়ানোর কথা দুপুর ১টা ১৫ মিনিট ও বিকেল ৩টা ৩০ মিনিটে। তবে তীব্র গরমের কথা মাথায় রেখে বিকেল ৫টায় নিয়ে যাওয়া হয়েছে প্রথম ম্যাচ, পরের ম্যাচটা চলে গেছে রাতে। মূলত কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইট আছে বলেই এই সিদ্ধান্ত নিতে পেরেছে বাফুফে।

বিসিএলের সূচি বদলে গেলেও বিপিএল ও ফেডারেশন কাপের সূচি থাকছে বহাল তবিয়তেই। কাল বিকেল তিনটায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বিকেল ৩টায় ফেড কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ পুলিশ এফসি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের, সে ম্যাচের সূচি থাকছে বিকেল ৩টাতেই। কারণ, শেখ ফজলুক হক মনি স্টেডিয়ামে যে ফ্লাডলাইট নেই!

মূলত এই কারণেই বিপিএলের সূচিতে পরিবর্তন আসছে না। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা হচ্ছে না বহু দিন ধরে। সেখানে ফ্লাডলাইটের ব্যবস্থা ছিল। এই ব্যবস্থা আছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। তবে এ ছাড়া বাকি কোনো স্টেডিয়ামে ফ্লাডলাইট নেই। সে কারণে সূচিতেও পরিবর্তন আনা যাচ্ছে না, না হলে যে নির্ধারিত সময়ে খেলা শেষ করাটাই পড়ে যাবে শঙ্কায়!

সম্পর্কিত খবর